এনসিআর অঞ্চলে দূষণ রুখতে নয়া নির্দেশিকা। ছবি: সংগৃহীত।
দিল্লি এবং তার আশপাশের অঞ্চলে বায়ুদূষণ কমাতে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। আগামী বছরের প্রথম দিন থেকে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানে শুধু মাত্র সিএনজি এবং বিদ্যুৎচালিত অটো নথিভুক্ত (রেজিস্ট্রেশন) করা হবে। পাশাপাশি, দূষণের পরীক্ষায় উতরোনোর বৈধ শংসাপত্র ছাড়া ১ জানুয়ারি থেকে কোনও গাড়িকে জ্বালানি বিক্রি করবে না পেট্রল পাম্পগুলি। বুধবার হরিয়ানা-সহ ৩ রাজ্যকে এই নির্দেশ দিয়েছে বাতাসের মান নির্ণায়ক কেন্দ্রীয় কমিশন (সিএকিউএম)।
সিএকিউএম জানিয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)-এ যাতে কেবল মাত্র সিএনজি এবং বিদ্যুৎচালিত অটো (ই-অটো) চলাচল করে, সে লক্ষ্যেই এগোচ্ছে তারা। সে জন্য ডিজেলচালিত পুরনো অটোগুলিকে ২০২৬ সালের মধ্যে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, হরিয়ানার ১৪টি, উত্তরপ্রদেশের ৮টি এবং রাজস্থানের দু’টি জেলা জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)-এ অন্তর্ভুক্ত।