Kamala Harris

কমলা হ্যারিসের জয়ের জন্য প্রার্থনা চলছে তামিলনাড়ুর এই গ্রামে

কমলা হ্যারিস। আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৭:১৫
Share:

গোটা গ্রামে কমলার বড় বড় হোর্ডিং আর ফ্লেক্স টাঙানো হযেছে। ছবি: টুইটার।

তাঁর নাড়ির টান রয়েছে ভারতের সঙ্গে। সেই মেয়ে আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী। আমেরিকা থেকে কয়েক হাজার মাইল দূরে থেকেও ঘরের মেয়ের জয়ের জন্য তাই প্রার্থনা শুরু হয়েছে তামিলনাড়ুর একটি গ্রামে।

কমলা হ্যারিস। আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন। তাঁকে দেখেননি তিরুভারুর জেলার থুলাসেন্দ্রাপুরম গ্রামের অধিকাংশই মানুষ। সংবাদমাধ্যমে শুনেছেন তাঁর কথা। এ প্রসঙ্গে এক গ্রামবাসীর জবাব, কমলাকে দেখিনি তো কী হয়েছে, ও আমাদের ঘরের মেয়ে। এটাই যথেষ্ট।

তামিলনাড়ুর এই ছোট্ট গ্রামটিতেই থাকতেন কমলার পরিবার। কমলার মা শ্যামলা গোপালন ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন এই গ্রামেই। সেই সূত্র ধরেই কমলা আজ থুলাসেন্দ্রাপুরমের ঘরের মেয়ে।

গ্রামবাসীদের কথায়, আমরা যখন জানতে পারি কমলা আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন, খবরটা শুনে খুব আনন্দ হয়েছিল। আজ, মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেন্ট পদের নির্বাচন চলছে। ঘরের মেয়ের জয়ের কামনা করে তা এ দিনই স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়েছেন গ্রামবাসীরা। গোটা গ্রামে কমলার বড় বড় হোর্ডিং আর ফ্লেক্স টাঙিয়েছেন তাঁরা।

কমলার ছোট মাসি ও তাঁর পরিবার এখনও চেন্নাইয়ে থাকেন। নির্বাচনী বক্তৃতায় বেশ কয়েক বার চেন্নাই এবং ছোট মাসির সরলা গোপালনের কথা উল্লেখ করতে শোনা গিয়েছে তাঁকে। এমনকি তাঁর ঠাকুরদা পিভি গোপালনের সঙ্গে বেসান্ত নগর সৈকতে হাঁটার কথাও বলতে শোনা গিয়েছিল কমলাকে। চেন্নাইয়ের সঙ্গে যাঁর এত নিবিড় সম্পর্ক সেই মেয়ের জয়ের অপেক্ষায় গোটা গ্রাম।

Advertisement

আরও পড়ুন: তিন জনকে বিয়ে করে গয়না নিয়ে চম্পট, প্রথম স্বামীর অভিযোগে গ্রেফতার মহিলা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement