usa

US Student Visa: করোনা সত্ত্বেও সর্বকালীন রেকর্ড গড়ে আমেরিকায় পড়তে গেল ভারতীয় পড়ুয়ারা

আশঙ্কা ছিল, কত জনকে ভিসা দেবে আমেরিকা। কিন্তু আমেরিকান দূতাবাসের দাবি, এ বছর রেকর্ড ৫৫ হাজার ছাত্র-ছাত্রী সে দেশে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ১৮:৪২
Share:

ফাইল চিত্র

করোনার দ্বিতীয় ঢেউয়েও ভারতীয় পড়ুয়াদের আমেরিকার কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ায় ভাটা পড়েনি। আমেরিকান দূতাবাস সূত্রে দাবি, এ বছর যত ভারতীয় ছাত্র-ছাত্রী আমেরিকায় পড়তে গিয়েছেন, তা সর্বকালীন রেকর্ড।

Advertisement

করোনার কারণে গোটা বিশ্বেই প্রভাবিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ভারত থেকে প্রতি বছরই উচ্চ শিক্ষা নিতে আমেরিকায় যায় বহু পড়ুয়া। কিন্তু করোনা আবহে তাতে ছেদ পড়েছিল। তাই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর আশঙ্কা ছিল, কত জনকে ভিসা দেবে আমেরিকা। কিন্তু আমেরিকান দূতাবাসের দাবি, এ বছর রেকর্ড ৫৫ হাজার ছাত্র-ছাত্রী সে দেশে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement