ফাইল চিত্র
করোনার দ্বিতীয় ঢেউয়েও ভারতীয় পড়ুয়াদের আমেরিকার কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ায় ভাটা পড়েনি। আমেরিকান দূতাবাস সূত্রে দাবি, এ বছর যত ভারতীয় ছাত্র-ছাত্রী আমেরিকায় পড়তে গিয়েছেন, তা সর্বকালীন রেকর্ড।
করোনার কারণে গোটা বিশ্বেই প্রভাবিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ভারত থেকে প্রতি বছরই উচ্চ শিক্ষা নিতে আমেরিকায় যায় বহু পড়ুয়া। কিন্তু করোনা আবহে তাতে ছেদ পড়েছিল। তাই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর আশঙ্কা ছিল, কত জনকে ভিসা দেবে আমেরিকা। কিন্তু আমেরিকান দূতাবাসের দাবি, এ বছর রেকর্ড ৫৫ হাজার ছাত্র-ছাত্রী সে দেশে গিয়েছে।