Uttar Pradesh

‘করোনা মাতা’-র মন্দির প্রতিষ্ঠা হল উত্তরপ্রদেশে! প্রতিমার মুখে মাস্ক

গ্রামের বাসিন্দারা একটি নিমগাছের নীচে ওই মন্দির প্রতিষ্ঠা করেছেন। বাসিন্দাদের আশা, দেবীর আশীর্বাদ অতিমারি মোকাবিলায় সহায়তা করবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৯:০৬
Share:

‘করোনা মাতা’-র মন্দির সংগৃহীত ছবি

অতিমারি থেকে মুক্তি পেতে ‘করোনা মাতা’-র মন্দির প্রতিষ্ঠা হল উত্তরপ্রদেশে। রাজ্যের প্রতাপগড় জেলার শুক্লাপুর গ্রামের বাসিন্দারা একটি নিমগাছের নীচে ওই মন্দির প্রতিষ্ঠা করেছেন। বাসিন্দাদের আশা, দেবীর আশীর্বাদ অতিমারি মোকাবিলায় সহায়তা করবে।

Advertisement

নেটমাধ্যমে একাধিক ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে। তাতে মন্দিরে ‘করোনার মাতা’র প্রতিমা রয়েছে। প্রতিমার মুখে সবুজ মাস্ক পরানো হয়েছে। গ্রামবাসীরা মন্দির তৈরির জন্য নিজেরাই টাকা তোলেন। এক গ্রামবাসী বলেন, ‘‘আমরা সবাই এই বিশ্বাস নিয়ে মন্দির স্থাপন করেছি যে দেবদেবীর কাছে প্রার্থনা করলে অবশ্যই কোভিডে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে উঠবেন।’’

যাই হোক, এই মন্দিরের কারণে যাবতীয় কোভিডবিধি শিকেয় তুলে দেওয়া হয়েছে। কারণ, লোকজন মন্দিরে প্রার্থনা করতে ও পুরোহিতের কাছ থেকে প্রসাদ নিতে ভিড় করে চলেছে। এর আগে তামিলনাড়ু ও কর্ণাটকেও ‘করোনা মাতা’র মন্দির প্রতিষ্ঠা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement