Smriti Irani

Smriti Irani: স্মৃতি ইরানি সম্পর্কে অশ্লীল মন্তব্য, উত্তরপ্রদেশে গ্রেফতার এক অধ্যাপক

ফিরোজাবাদের এসআরকে কলেজের ইতিহাস বিভাগের প্রধান ওই অধ্যাপক। নাম সাহারিয়ার আলি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১৬:০২
Share:

ফাইল চিত্র।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সম্পর্কে অশ্লীল মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হল উত্তরপ্রদেশের ইতিহাসের এক অধ্যাপককে।

Advertisement

ফিরোজাবাদের এসআরকে কলেজের ইতিহাস বিভাগের প্রধান ওই অধ্যাপক। নাম সাহারিয়ার আলি।গত মার্চে তাঁর বিরুদ্ধে স্মৃতি ইরানি সম্পর্কে ফেসবুকে অশ্লীল মন্তব্যের অভিযোগ ওঠে। তার পরই কলেজ কর্তৃপক্ষ অধ্যাপককে সাসপেন্ড করেন। তাঁর বিরুদ্ধে ফিরোজাবাদ পুলিশ মামলা দায়ের করে।

তার পর থেকে গ্রেফতারি এড়াতে এবং আগাম জামিনের জন্য ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন সাহারিয়ার। কিন্তু আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। গ্রেফতারি এড়াতে জুলাইয়ের শুরুতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাহারিয়ার। কিন্তু সুপ্রিম কোর্ট অধ্যাপকের নিরাপত্তা মঞ্জুর করেনি। এর পর ফিরোজাবাদের অতিরিক্ত দায়রা আদালতে আত্মসমর্পণ করেন সাহারিয়ার। একই সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। কিন্তু মঙ্গলবার আদালত সেই আবেদন খারিজ করার পরই অধ্যাপককে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement