Uttar Pradesh

তান্ত্রিকের পরামর্শে শুধু লাড্ডু খেতে দিচ্ছেন স্ত্রী! ডিভোর্স চাইলেন স্বামী

তার পর থেকেই স্বামীকে দু’বেলাই শুধু চারটে করে লাড্ডু খেতে দিচ্ছিলেন স্ত্রী। এই কাজকর্মে বিরক্ত হয়ে শেষমেশ বিবাহবিচ্ছেদ চাইলেন ওই ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ১৭:৫৮
Share:

তান্ত্রিকের পরামর্শে স্বামীকে শুধু লাড্ডু খাওয়াচ্ছেন স্ত্রী। গ্রাফিক- তিয়াসা দাস।

তান্ত্রিকের পরামর্শ পেয়েছিলেন লাড্ডু খাওয়ানোর। তার পর থেকেই স্বামীকে দু’বেলাই শুধু চারটে করে লাড্ডু খেতে দিচ্ছিলেন স্ত্রী। এই কাজকর্মে বিরক্ত হয়ে শেষমেশ বিবাহবিচ্ছেদ চাইলেন ওই ব্যক্তি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে।

Advertisement

আদালতে বিবাহ বিচ্ছেদের একটি মামলাও করেন ওই ব্যক্তি। বিচ্ছেদের কারণ হিসাবে তিনি দাবি করেছেন, রোজ সকাল ও সন্ধ্যায় স্ত্রী চারটে লাড্ডু ছাড়া আর কিছুই খেতে দিচ্ছেন না তাঁকে। আর স্ত্রী গোটা কাজটাই কাজ করছেন এক তান্ত্রিকের পরামর্শ মেনে।

ওই ব্যক্তির অভিযোগ শুনে আদালতে উপস্থিত সকলেই হতভম্ভ হয়ে যান। এক কাউন্সেলর বলেন, ‘‘আমরা ওই দম্পতিকে কাউন্সিলিংয়ের জন্য ডাকতে পারি। কিন্তু মহিলার মনের কুসংস্কারের নিরাময় আমাদের পক্ষে সম্ভব নয়। ওই মহিলার দৃঢ় বিশ্বাস, এক মাত্র লাড্ডু খেলেই তাঁর স্বামী সুস্থ থাকবে!’’

Advertisement

জানা গিয়েছে, ওই দম্পতির বিয়ে হয়েছে প্রায় ১০ বছর। তাঁদের তিনটি সন্তানও রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement