national news

Uttar Pradesh: প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে বোরখা পরে এলাকায় যুবক, শেষে পুলিশের হাতে পাকড়াও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় পরিচিত হওয়ায় সকলে যাতে তাঁকে চিনতে না পারেন সে কারণেই বোরখা পরেন ওই যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৭:০৭
Share:

বোরখা পরে গ্রেফতার যুবক। প্রতীকী ছবি।

লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরখা পরেছিলেন এক যুবক। বোরখা পরে রাস্তায় বেরোতেই বিপাকে পড়লেন তিনি। শেষে পুলিশের হাতে গ্রেফতার হতে হল ওই যুবককে। উত্তরপ্রদেশের সিধৌলি থানার অন্তর্গত মেহমাদপুর গ্রামের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা হিয়েছে, সইফ আলি নামে বছর পঁচিশের ওই যুবক সম্প্রতি চাকরি পেয়েছেন। কর্মস্থল তাঁর বাড়ি থেকে দূরে। সেখানে যাওয়ার আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ওই যুবক। কিন্তু এলাকায় পরিচিত হওয়ায় সকলে যাতে তাঁকে চিনতে না পারেন সে কারণেই বোরখা পরেন সইফ।

গ্রামে বোরখা পরা সইফকে দেখে অনেকের সন্দেহ হয়। কয়েক জন গ্রামবাসী সইফকে মুখ দেখাতে বলেন। এমন সময়ই তাঁরা বুঝতে পারেন যে, আদতে এক যুবক এই বোরখা পরে রয়েছেন। পুলিশে খবর দেন গ্রামবাসীরা। এর পরই তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সঞ্জীব বাজপেয়ী জানিয়েছেন, ওই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement