Warden Beaten

জেলের ওয়ার্ডেনকে মারধর তিন সহকর্মীর, মদত দিলেন দু’জন, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সাসপেন্ড

পুলিশ সূত্রে খবর, ওয়ার্ডেনের নাম মুকেশ দুবে। মেসের খাবার নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলার সূত্রপাত। হামলাকারীদের অভিযোগ, ওয়ার্ডেনের জন্য তাঁদের খাবারের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৬:০২
Share:

ওয়ার্ডেনকে মারধরের সেই দৃশ্য। ছবি: টুইটার।

উত্তরপ্রদেশের রায়বরেলীর একটি জেলের ওয়ার্ডেনকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল তাঁরই ৩ সহকর্মীর বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, ৩ সহকর্মী যখন ওয়ার্ডেনকে মারছিলেন, সেখানে দাঁড়িয়ে সেই ঘটনা দেখছিলেন আরও ২ পুলিশকর্মী। ওয়ার্ডেনকে মারধরের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই পুলিশমহলে শোরগোল পড়ে যায়। ৫ অভিযুক্তকে চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

এই ঘটনার যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাঁকে ঘিরে লাঠি হাতে ৩ জন। তাঁরা একের পর এক লাঠির ঘা মারছেন ওই ব্যক্তিকে। কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন আরও ২ জন। তাঁরা ওই ব্যাক্তিকে সাহায্য করার জন্য না এগিয়ে এসে ঘটনা চাক্ষুষ করছিলেন। বেশ কিছু ক্ষণ লাঠি দিয়ে মারার পর ওই ব্যক্তি এক জনকে জাপটে ধরে পাল্টা মারার চেষ্টা করেন। তখনই আরও কয়েক জন ছুটে এসে দু’পক্ষকে সরিয়ে দেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

রায়বরেলী পুলিশ সূত্রে খবর, ওয়ার্ডেনের নাম মুকেশ দুবে। মেসের খাবার নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলার সূত্রপাত। হামলাকারীদের অভিযোগ, ওয়ার্ডেনের জন্য তাঁদের খাবারের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলের মধ্যেই দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, তার পরই ওয়ার্ডেনকে লাঠি দিয়ে মারধর করেন ৩ পুলিশকর্মী। ওয়ার্ডেন দুবেকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আরও মারো, আরও মারো’। এর পরই তিনি এক সহকর্মীর হাত থেকে লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পারেননি। ওই ৩ জন তার পর ওয়ার্ডেনকে বেধড়ক মারেন।

Advertisement

এই ঘটনায় দুবে গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ৫ অভিযুক্তকে চিহ্নিত করে সাসপেন্ড করেছে জেলা পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement