Corona Vaccination

টিকা নেওয়ার পর মৃত্যু, এর সঙ্গে যোগ নেই টিকাকরণের, দাবি স্বাস্থ্যকর্তাদের

শনিবার দুপুরে করোনার টিকা নিয়েছিলেন হাসপাতালের ওয়ার্ড বয়, বছর ছেচল্লিশের মহীপাল সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৩:০০
Share:

মহীপাল সিংহ।

করোনার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হল সরকারি হাসপাতালের এক কর্মীর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। যদিও মৃত্যুর সঙ্গে টিকাকরণের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে মোরাবাদাবাদ জেলা স্বাস্থ্য দফতর।

Advertisement

শনিবার দুপুরে করোনার টিকা নিয়েছিলেন হাসপাতালের ওয়ার্ড বয়, বছর ছেচল্লিশের মহীপাল সিংহ। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার আচমকাই বুকে চাপ এবং শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। আগে থেকে মহীপাল নিউমোনিয়ায় ভুগছিলেন বলেও পরিবার সূত্রে জানা গিয়েছে। এর পর তাঁর মৃত্যু হয়। মোরাদাবাদের চিফ মেডিক্যাল অফিসার এমসি গর্গ বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে দেখে মনে হচ্ছে, টিকাকরণের পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু হয়নি। মহীপাল শনিবার নাইট ডিউটি করেছেন। তখন তাঁর কোনও সমস্যা ছিল না।’’

ময়নাতদন্ত রিপোর্টে জানা গিয়েছে, মৃত্যুর প্রাথমিক কারণ, কার্ডিওজেনিক শক বা সেপ্টিসেমিক শক। মহীপালের ছেলে বিশাল বলেন, ‘‘আমার বাবার শ্বাসকষ্ট হচ্ছিল। আগে থেকেই তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। সর্দিও হয়েছিল। এর পর করোনা টিকা নেন তিনি। বাড়ি ফেরার পরেই তাঁর অবস্থা খারাপ হতে শুরু করে।’’

Advertisement

আরও পড়ুন: পরীক্ষা কমতেই বাড়ল সংক্রমণের হার, স্বস্তি অবশ্য সুস্থতার হারে

আরও পড়ুন: জমে গেল ডাল লেক, ঘন কুয়াশায় মোড়া দিল্লি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement