Love Jihad

ধর্মান্তরণ রুখতে যোগী সরকারের অধ্যাদেশে ছাড়পত্র দিলেন রাজ্যপাল

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওই অধ্যাদেশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১৩:১৪
Share:

অধ্যাদেশে সম্মতি দিলেন রাজ্যপাল আনন্দীবেন পটেল।— ফাইল চিত্র

বিয়ের নামে ধর্মান্তরণের রুখতে গত মঙ্গলবার অধ্যাদেশ জারি করেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। তার দিন চারেকের মাথায় শনিবার সেই অধ্যাদেশে ছাড়পত্র দিলেন রাজ্যপাল আনন্দীবেন পটেল। এ খবর জানা গিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে।

Advertisement

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওই অধ্যাদেশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছে, ছল-চাতুরি করে ধর্ম পরিবর্তন করানোর অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। ওই অধ্যাদেশ অনুযায়ী, এ সব ক্ষেত্রে বিবাহ বাতিল হবে। তবে কোনও মহিলা স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করতে চাইলে বিয়ের ২ মাস আগে জেলাশাসকের কাছে আবেদন করতে হবে।

সম্প্রতি বিজেপি শাসিত একাধিক রাজ্য যেমন, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে ধর্মান্তরণ রুখতে আইন আনার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। তাতে নিশ্চিত ভাবেই উত্তরপ্রদেশ সর্বাগ্রে দড়ি ছুঁয়ে ফেলল।

Advertisement

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ২ লক্ষ ছাড়াল আক্রান্ত, সংক্রমণের সব রেকর্ড ভাঙল আমেরিকা

আরও পড়ুন: সংবিধানের বিশেষ মর্যাদা খারিজের পর প্রথম ভোট জম্মু-কাশ্মীরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement