মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব। ফাইল চিত্র।
উত্তরপ্রদেশে বিজেপি যে পাপ করেছে, তা মুছে ফেলা সম্ভব নয়। তবে সেই অন্ধকার সরিয়ে নতুন আলো আসবে। বললেন মমতা। মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে ছুড়ে দিলেন বল।
মমতা বললেন, ওরা আপনাদের আত্মীয়দের মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করেছে, আপনারা ওদের উত্তরপ্রদেশের বাইরে নিক্ষেপ করুন।
বারাণসীতেও খেলা হবে স্লোগান দিলেন মমতা। পুরসভা ভোটে বাংলায় তাঁর দলের ভাল ফলের কথা ঘোষণা করে বললেন, খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন। আপনারা উপযুক্ত জবাব দেবেন।
‘নামেই সাধু’ উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বললেন, ‘‘উনি সাধুদের নাম খারাপ করছেন। নামে যোগী আসলে ভোগী। উনি গরীবদের কী দেবেন?’’
উত্তরপ্রদেশ গঙ্গায় মৃতদেহ ভাসিয়েছিল। বাংলার সরকার তাদের উদ্ধার করে অন্তিমসংস্কার করেছে, বললেন মমতা।
আমার গাড়িতে ওরা ধাক্কা দিয়েছে। লাঠির বাড়ি মেরেছে। গালাগাল দিয়েছে। আমি ওদের ধন্যবাদ দিয়েছি। কারণ আমি বুঝেছি, আসলে ওরা হেরে যাবে বলে ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই এসব করছে। কিন্তু আমি এসব দেখেই আজ এ জায়গায় পৌঁছেছি। আমাকে এত সহজে দমানো যাবে না। আমার অনুরোধ যদি গঠবন্ধনকে যদি জেতাতে চাও তাহলে আমাকে আবার একবার ধাক্কা দাও। মমতা বললেন বারাণসীতে।
মঞ্চে সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তৃতা শুরু মমতার।
সৌন্দর্যায়নের নামে কাশীকে ভেঙে চুড়ে শেষ করে দিয়েছে বিজেপি। যে গ্রামকে দত্তক নিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা সেই গ্রামেও বিজেপি হেরে গিয়েছে। জানালেন অখিলেশ।
বিরোধীদের গঠবন্ধন বিজেপির জন্য সব রাস্তা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল তাতে অনেকটাই সফল হয়েছে। উত্তরপ্রদেশেও জোট সরকার আসবে। বিজেপি মুছে যাবে, বললেন অখিলেশ।
‘‘মমতাকে মঞ্চে দেখতে প্রচুর মানুষ এসেছেন। আমি দেখতে পাচ্ছি, পুরো সভাস্থল ভর্তি হয়ে গিয়েছে।’’ বললেন অখিলেশ।
মমতাকে অখিলেশ বললেন, ‘‘আপনি এখানে পদার্পন করতেই বিজেপির নিজের হারের কথা মনে পড়ে গিয়েছে। ওরা এখানেও হারের ভয় পাচ্ছে।’’
বারাণসীতে হারুয়া ব্লকের আইরহে গ্রামে সভায় প্রথমে বক্তব্য রাখেন সমাজবাদী পার্টির নেত্রী এবং ভারতীয় অভিনেত্রী জয়া বচ্চন।
বুধবারই বারণাসীতে মমতাকে কালো পতাকা দেখানো নিয়ে বিজেপির সমালোচনা করে একটি ফেসবুক পোস্ট করেছিলেন অখিলেশ যাদব। হিন্দিতে তিনি যা লিখেছিলেন, তার বঙ্গানুবাগ করলে দাঁড়ায়, দিদি এবং ভাইকে পাশাপাশি দেখে বিজেপির অবস্থা খারাপ। কেন না তারা এখনও পশ্চিমবঙ্গের লজ্জাজনক হারের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। তা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারাণসীতে কালো পতাকা দেখাতে হচ্ছে। আসলে এটা বিজেপির হতাশার প্রতিফলন। কারণ তারা বুঝে গিয়েছে উত্তরপ্রদেশেও একই ভাবে হারতে চলেছে।
অখিলেশের সঙ্গে মমতা।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশের সমর্থনে বারাণসীতে প্রচার সভা শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনের মধ্যেই মমতা অখিলেশের হয়ে প্রচার করবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন। আগামী ৭ মার্চ ভোট হওয়ার কথা বারাণসীতে।