লখনউয়ে বিজেপি-র সদর দফতরের সামনে সমর্থকদের ভিড়।ছবি: প্রেমাংশু চৌধুরী।
বেনজির ঝড় তুলে উত্তরপ্রদেশ দখল করল বিজেপি। আগেও বিজেপি ক্ষমতায় এসেছে দেশের সবচেয়ে জনবহুল রাজ্যটিতে। কিন্তু এ বার যে রায় দিল উত্তরপ্রদেশের জনতা, বিজেপির ইতিহাসে তা অভূতপূর্ব। ৪০৩ আসনের উত্তরপ্রদেশে কম-বেশি ৩১০টি আসন ঢুকছে বিজেপির ঝুলিতে। গণনার শেষ পর্যায়ে পৌঁছে সপা-কংগ্রেস জোট ঘোরাফেরা করছে ৬৫টি আসনের আশেপাশে। মায়াবতীর দল ২০টি আসনেও পৌঁছতে পারছে না।
সব ক’টি বুথফেরত সমীক্ষাই আভাস দিয়েছিল, উত্তরপ্রদেশে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। কিন্তু বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে যাবে, এমন আভাস একটি মাত্র সমীক্ষক সংস্থা দিয়েছিল। অধিকাংশ সমীক্ষা, অধিকাংশ বিশ্লেষণই বলেছিল, ত্রিশঙ্কু হতে চলেছে বিধানসভা। কিন্তু সকলকে চমকে দিয়ে উত্তরপ্রদেশে অবিশ্বাস্য গরিষ্ঠতা পেল বিজেপি।
বিজেপি সমর্থকদের ভিড় লখনউয়ে। —নিজস্ব চিত্র।
চূড়ান্ত ফল ঘোষণা এখনও হয়নি। তবে গণনা প্রায় শেষ পর্যায়ে। বিজেপি তথা এনডিএ ৩১০-এর বেশি আসনে যে জয়ী হচ্ছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। সপা-কংগ্রেস থেমে যাচ্ছে ৬৬টি আসনে। তার মধ্যে ৫৮টি সপা, ৮টি কংগ্রেস। ধুলিসাৎ হয়ে গিয়েছে মায়াবতীর দল বিএসপি। ১৮টি থেকে ২০টি— এর বেশি আসন পাওয়া বিএসপির পক্ষে প্রায় অসম্ভব। বিজেপির এমন ফলাফল উত্তরপ্রদেশ আগে কখনও দেখেনি। এর আগে ১৯৯১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সবচেয়ে ভাল ফল করেছিল বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কল্যাণ সিংহ। কিন্তু সে সময় ৪২৫ আসনের বিধানসভায় ২২১টি আসন পেয়েছিল বিজেপি। এ বার ৪০৩ আসনের বিধানসভায় বিজেপি একাই ৩০০ ছাড়িয়ে যাচ্ছে বলে ইঙ্গিত মিলছে। আর বিজেপির জোটসঙ্গী আপনা দল যে ১০টি আসনে প্রার্থী দিয়েছিল, তার প্রায় সবক’টিতেই দলটি জিততে পারে বলে গণনার শেষ পর্যায়ে এসে আভাস মিলছে।
আরও পড়ুন: কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে কংগ্রেসকে বড় ধাক্কা দিল উত্তরাখণ্ডও