আইনজীবী মহেন্দ্র সিংহের সেই গাড়ি। ছবি- পিটিআই
তাঁকে খুন করা হতে পারে বলে জেলা ম্যাজিস্ট্রেটকে লেখা চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছিলেন উন্নাওয়ে ধর্ষিতার আইনজীবী মহেন্দ্র সিংহ। আত্মরক্ষার জন্য তিনি যাতে আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারেন, সে জন্য তাঁকে লাইসেন্স দেওয়ারও আর্জি জানিয়েছিলেন তিনি। চিঠিটি লেখা হয়েছিল গত ১৫ জুলাই। একটি ট্রাক এসে তাঁর গাড়িকে ধাক্কা মারার সপ্তাহখানেক আগে।
চিঠিতে আইনজীবী মহেন্দ্র সিংহ লিখেছিলেন, ‘‘আমাকে যে কোনও দিন খুন করা হতে পারে। গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার জন্য লাইসেন্সের আবেদন করেছিলাম। কিন্তু তা মঞ্জুর হয়নি। পুলিশ ও জেলা প্রশাসনের উপর রাজ্য সরকারের চাপের জন্যই আমি ওই লাইসেন্স পাইনি।’’
ঘটনার তদন্তে নেমে আইনজীবী মহেন্দ্র সিংহের লেখা সেই চিঠিটি এখন সিবিআইয়ের হাতে পৌঁছেছে। সিবিআই সূত্রের খবর, অভিযুক্ত বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গর যে তাঁদের হুমকি দিচ্ছেন, সে কথা ধর্ষিতার পরিবারের তরফে লিখিত ভাবে জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে।
আরও পড়ুন- উন্নাও: চিঠি কেন পাননি, জানতে চান গগৈ
আরও পড়ুন- উন্নাও-কাণ্ডের নিন্দা কুভাষায়, নিন্দিত উদয়ন