সর্দার বল্লভভাই পটেলের মূর্তি। ফাইল চিত্র।
গুজরাতের নর্মদা জেলায় রয়েছে বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অব ইউনিটি। করোনাভাইরাস মোকাবিলার জন্য, সেই মূর্তি বিক্রি করে হাসপাতাল ও চিকিৎসা সরঞ্জাম বানানো হবে বলে অনলাইন কেনাবেচা সাইটে দেওয়া হয়েছিল বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের জন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সর্দার বল্লভভাই পটেলের ওই মূর্তি ১৮২ মিটার লম্বা। ২০১৮তে সেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর থেকে পর্যটকদের অন্যতম আকর্ষণ ওই মূর্তি। আর সেই মূর্তি বিক্রির বিজ্ঞাপন নজরে আসতেই পুলিশের দ্বারস্থ হন মূর্তি রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে ইনস্পেক্টর পিটি চৌধুরী বলেছেন, ‘‘মূর্তি বিক্রি নিয়ে সংবাদপত্রের প্রতিবেদন দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেন মেমোরিয়াল কর্তৃপক্ষ। তার পরই ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনের ধারায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।’’
মূর্তি বিক্রির বিষয়টি সামনে আসতে স্ট্যাচু অব ইউনিটির প্রধান প্রশাসক এ নিয়ে একটি বিবৃতি জারি করেছেন। সেখানে বলা হয়েছে, ‘‘সরকারি সম্পত্তি বিক্রির অনুমোদন না থাকা সত্ত্বেও অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি অনলাইন কেনাবেচা সাইটে বিজ্ঞাপন দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন ও জনগণকে ভুল পথে চালিত করেছেন। এ রকম বিজ্ঞাপন কোটি কোটি অনুরাগীর ভাবাবেগে আঘাত করেছে।’’
আরও পড়ুন: দেশে মৃত্যু ১০০ ছাড়াল, এক লাফে ৪ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
আরও পড়ুন: পড়ুয়ারা সত্যিই প্রদীপ বা মোমবাতি জ্বালাচ্ছে কি? ‘নজরদারি’ চলছে!