জ্বর, বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গ্রামবাসীরা। প্রতীকী ছবি।
জম্মু ও কাশ্মীরের গ্রামের একের পর এক মৃত্যুর ঘটনার নেপথ্যে কোনও সংক্রমণ নেই! বিষক্রিয়া থেকেই রাজৌরির গ্রামে ১৭ জনের মৃত্যু হয়েছে। এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তবে কী থেকে বিষক্রিয়া, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রহস্যজনক অজানা কোনও পদার্থ শরীরে যাওয়ার ফলেই প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে বিশদে তদন্ত চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
রাজৌরির বুধল গ্রামে গত দেড় মাসে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রথমে জ্বর, তার পর বমি। তার পরই অচৈতন্য হয়ে মৃত্যু হয় গ্রামবাসীদের। কয়েক দিন ধরে এই ধরনের উপসর্গ থাকার পরই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হচ্ছে। কিন্তু মৃত্যুর কারণ স্পষ্ট ছিল না। যা উদ্বেগ বাড়িয়েছিল স্বাস্থ্য দফতরের। কারণ খুঁজতে দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিশেষজ্ঞ দল গঠন করেন। তারা বুধল গ্রামে গিয়ে গোটা বিষয় খতিয়ে দেখে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র বলেন, ‘‘মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্টে কোনও সংক্রমণের উপস্থিতি মেলেনি। কোনও ভাইরাল বা ব্যাক্টেরিয়া থেকেও ঘটেনি। তবে বিষ পাওয়া গিয়েছে। এখন এটাই পরীক্ষা করে দেখতে হবে, কী ধরনের বিষ থেকে মৃত্যু ঘটেছে।’’
গত ৭ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে রাজৌরির বুধল গ্রামে ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতেরা গ্রামের তিন পরিবারের সদস্য। গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বিশেষজ্ঞ দল গঠন করেন। তদন্তকারী দলের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক জন শীর্ষ আধিকারিক। এ ছাড়াও দলে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, রাসয়নিক ও সার, কৃষি এবং জল সম্পদ মন্ত্রকের বিশেষজ্ঞেরা। পাশাপাশি, পশুপালন, খাদ্য নিরাপত্তা এবং ফরেন্সিক বিশেষজ্ঞেরাও সাহায্য করছেন তদন্তে।