Ramesh Pokhriyal

Ramesh Pokhriyal: কোভিড পরবর্তী  শারীরিক সমস্যা নিয়ে দিল্লির এমসে ভর্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

গত ২১ এপ্রিল কোভিডে আক্রান্ত হন পোখরিয়াল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১৫:২২
Share:

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। ফাইল চিত্র।

কোভিড পরবর্তী সমস্যার জন্য দিল্লির এমসে ভর্তি হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তবে তাঁর কী সমস্যা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই-কে এমস-এর এক আধিকারিক জানিয়েছেন, কোভিড পরবর্তী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

গত ২১ এপ্রিল কোভিডে আক্রান্ত হন পোখরিয়াল। নিজেই টুইট করে সে কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। টুইটে তিনি লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে, আমি কোভিডে আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি এবং চিকিৎসাও করছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা যেন অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন’।

Advertisement

তার পর কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছিলেন পোখরিয়াল। কাজেও যোগ দেন। কিন্তু মঙ্গলবার ফের অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement