দুর্ঘটনাগ্রস্তদের সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে দিলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান নিতিন গডকড়ী। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
পথ দুর্ঘটনায় আহতদের সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে দিলে সাহায্যকারীকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। বর্তমানে এ ক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। শীঘ্রই ওই পুরস্কারমূল্য পাঁচ গুণ বর্ধিত হবে বলে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী।
২০২১ সালের অক্টোবর মাস থেকে কেন্দ্রের তরফে এই পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পথ দুর্ঘটনায় গুরুতর আহতদের যাতে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করে কেন্দ্র। সাধারণত পথ দুর্ঘটনার পরের এক ঘণ্টা আহতদের চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই এক ঘণ্টাকে চিকিৎসকেরা ‘গোল্ডেন আওয়ার’ বলে থাকেন। কেন্দ্রের প্রকল্প অনুসারে দুর্ঘটনার প্রথম এক ঘণ্টার মধ্যে গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিলে সাহায্যকারীকে পুরস্কার দেওয়া হয়। বর্তমানে এই পুরস্কারমূল্য রয়েছে পাঁচ হাজার টাকা করে। গডকড়ী জানান, যাঁরা আহতদের হাসপাতালে পৌঁছে দেন, তাঁদের জন্য এই পাঁচ হাজার টাকা যথেষ্ট নয়। তাই ওই পুরস্কারমূল্য আরও বর্ধিত করার পথে এগোনো হচ্ছে।
সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টায় হাসপাতালে পৌঁছলে আহত ব্যক্তিকে নগদহীন চিকিৎসা দিতে বাধ্য কেন্দ্র। মোটর ভেহিকল্স অ্যাক্টের ১৬২ ধারা অনুসারে ওই সময়ে বিনা নগদে চিকিৎসা দিতে একটি প্রকল্প থাকতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী ১৪ মার্চের মধ্যে এই প্রকল্প চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রকল্প চালু করার জন্য এর চেয়ে বেশি সময় দেওয়া যাবে না বলেও জানিয়েছে আদালত।
কেন্দ্রের তরফে ইতিমধ্যে প্রকল্পের একটি খসড়া শীর্ষ আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানে দুর্ঘটনার পর প্রথম সাত দিন সর্বোচ্চ দেড় লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে করার প্রস্তাব দেওয়া হয়েছে। গডকড়ী গত সপ্তাহেই জানান, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে পথ দুর্ঘটনার বিষয়ে জানানো হলে সরকার আহতদের চিকিৎসার খরচ বহন করবে।