— প্রতীকী চিত্র।
প্রায় দু’শো মামলা। কিন্তু মাত্র দু’টি মামলায় দোষী সাব্যস্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দুর্নীতি, কালো টাকার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আর বিরোধীদের অভিযোগ, মোদী সরকার ইডি-কে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে।
এ বার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকই সংসদে জানাল, ২০১৫ থেকে ২০২৫— এই দশ বছরে বর্তমান বা প্রাক্তন সাংসদ, বিধায়ক বা কোনও রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে ১৯৩টি মামলা দায়ের হয়েছে। কিন্তু তার মধ্যে মাত্র ২টি মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পেরেছে ইডি।
কংগ্রেস মুখপাত্র পবন খেরার কটাক্ষ, ‘‘এই তথ্য থেকেই স্পষ্ট ভোটের আগে ইডি যেমন ইচ্ছে মামলা দায়ের করে। মূলত বিরোধী নেতারাই নিশানায় থাকেন। কিন্তু যখন আদালতে প্রমাণ পেশের সময় আসে, তখন ইডি অফিসাররা মামলা হোঁচট খান। মোদীজি কি জানেন যে ইডি-র অর্থ ইলেকশন ডিপার্টমেন্ট নয়!’’
অর্থ মন্ত্রক জানিয়েছে, দশ বছরে রাজনীতিকদের বিরুদ্ধে ১৯৩টি মামলা হলেও কোন রাজ্যের কোন রাজনৈতিক দলের নেতানেত্রীদের বিরুদ্ধে ইডি কত মামলা দায়ের করেছে, সেই তথ্য নেই। পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে ২০২২-২৩-এ, ৩২টি। ২০১৬-১৬ ও ২০১৯-২০-তে একটি করে মামলায় ইডি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পেরেছে। তারপর থেকে সেই সাফল্যও অধরা।