Indian Budget 2023-24

৩১ জানুয়ারি অধিবেশন শুরু, মোদী সরকারের দ্বিতীয় দফার শেষ পূর্ণাঙ্গ বাজেট নির্মলার

আগামী ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা হবে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১৩:০৮
Share:

নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। শুক্রবার সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এ কথা জানিয়েছেন।

Advertisement

চলতি বছরের ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা হবে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ আগামী বছর লোকসভা ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে পারেন অর্থমন্ত্রী।

করোনা পরবর্তী পর্বে আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখতে নরেন্দ্র মোদী সরকার কোন পথে হাঁটে তার উত্তর এই অধিবেশনে পাওয়া যেতে পারে। পাশাপাশি, ২০২৩ সালে ১০টি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোনও জনমোহিনী প্রকল্প ঘোষণা করেন কি না, সে দিকেও তাকিয়ে রয়েছে দেশ।

Advertisement

প্রসঙ্গত, অতিমারির অভিঘাতের পরে ভারতীয় অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কথা স্বীকার করে নিলেও পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে চলতি অর্থবর্ষের বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছে বিভিন্ন মূল্যায়ন সংস্থা। সম্প্রতি তা ৬.৫ শতাংশে নামিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। যদিও অর্থ মন্ত্রক সোমবার জানিয়েছে, বৃদ্ধির হার অন্তত ৭ শতাংশ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement