মধ্যবিত্তের মাথাব্যথা কি বাড়াল নতুন বাজেট? গ্রাফিক: তিয়াসা দাস
চূড়ান্ত আর্থিক দোলাচলের মধ্যে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একদিকে ধাপে ধাপে ভেঙে আয়করের হার কমালেন, অন্য দিকে কর-ছাড় পাওয়ার যে ধারাগুলি চালু ছিল এত দিন, নতুন আয়কর ব্যবস্থায় তার বেশির ভাগই তুলে দিলেন।
অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ৫ লক্ষ টাকা বার্ষিক আয় পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৫ লক্ষ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১০ শতাংশ কর। সাড়ে ৭ থেকে ১০ লক্ষ টাকা আয়ে আয়করের পরিমাণ ১৫ শতাংশ। ১০ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা আয়ে কর ধার্য হবে ২০ শতাংশ কর। সাড়ে ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে কর ছাড় ২৫ শতাংশ। ১৫ লক্ষে বেশি আয়ে কর হবে ৩০ শতাংশ। কিন্তু এই নতুন স্ল্যাবে পা দিলে আগের অনেক ছাড়ই আর পাওয়া যাবে না।
জেনে নেওয়া যাক নতুন আয়কর স্ল্যাবে কোন কোন ছাড় আর পাওয়া যাবে না:
ক) ৫০ হাজার টাকার সাধারণ ছাড়।
খ) ৮০ সি ধারায় পিএফ, এনপিএস। পিপিএফ এলএসএস ইত্যাদি যে সব ছাড়ের উর্ধ্বসীমা ১.৫লক্ষ টাকা ছিল।
গ) ৮০সিসিডি(১বি) ধারা অনুযায়ী, এনপিএস বিনিয়োগে যে ৫০০০০ টাকা ছাড় পাওয়া যেত।
ঘ) ২৫০০০ টাকা পর্যন্ত মেডিক্যাল ইনস্যুরেন্স বাবদ ছাড়।
ঙ) ১০ নং ধারা অনুযায়ী, যাতায়াত ভাড়াবাবদ ছাড়।
চ) বাড়িভাড়া বাবদ ছাড়।
ছ) গৃহঋণের ওপর ছাড়।
জ) বিনোদন কর ও প্রফেশনাল ট্যাক্সের কারণে ছাড়।
ঞ) শিক্ষাঋণ বাবদ ছাড়।
আরও পড়ুন:নির্মলার ‘ডজে’ হতাশ মধ্যবিত্ত, ব্যঙ্গের তির ছুটছে সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন:বাজেট কেমন হল, কী বলছে কলকাতা?
যে ছাড়গুলি রইল
ক) এনপিএস-এ কর্মচারীর বিনিয়োগবাবদ ছাড়।
খ) ১০ হাজার টাকার ওপর ব্যাঙ্ক সঞ্চয়ে ছাড়।