সংসদে পেশ হল নতুন অর্থবর্ষের বাজেট। ছবি: পিটিআই
১১ বছরে বৃদ্ধির হার সবচেয়ে কম। গত ৪৫ বছরে বেকারত্বের এত বেহাল অবস্থাও দেখেনি দেশ। এমন হাজারো সমস্যায় জেরবার দেশ। এই অবস্থায় শনিবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২ ঘণ্টা ৪১ মিনিটের দীর্ঘ বাজেট ঘোষণায় নানা প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। দেখা যাক, কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কী কী ঘোষণা করলেন নির্মলা সীতারমন—
আয়কর
অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ৫ লক্ষ টাকা বার্ষিক আয় পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৫ লক্ষ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১০ শতাংশ কর। সাড়ে ৭ থেকে ১০ লক্ষ টাকা আয়ে আয়করের পরিমাণ ১৫ শতাংশ। ১০ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা আয়ে কর ধার্য হবে ২০ শতাংশ কর। সাড়ে ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে কর ছাড় ২৫ শতাংশ। ১৫ লক্ষে বেশি আয়ে কর হবে ৩০ শতাংশ।
পরিকাঠামো
পিপিপি মডেলে পাঁচটি স্মার্ট সিটি তৈরি করা হবে। ২০২৩ সালের মধ্যে তৈরি হবে দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ে। ২০২৪ সালের মধ্যে আরও ১০০টি বিমানবন্দর তৈরি হবে।
রেল
দিল্লি লখনউ তেজস এক্সপ্রেসের মতো আরও অনেকগুলি ট্রেন চালানো হবে নানা রুটে। পিপিপি মডেলে আসবে ১৫০টি নতুন ট্রেন। ২৭ হাজার কিলোমিটার রেলপথে বৈদ্যুতিকরণ হবে।
আরও পড়ুন:বিলগ্লিকরণের পথে এলআইসি, শেয়ার বেচবে সরকার
আরও পড়ুন:আয়কর কমিয়েও অর্থমন্ত্রী তুলে নিলেন অধিকাংশ করছাড়
স্বাস্থ্য পরিষেবা
স্বাস্থ্যক্ষেত্রে ৬৯০০০ কোটি টাকার সংস্থান হচ্ছে।আরোগ্য যোজনায় জোর দেওয়ার পাশাপাশি চালু হচ্ছে মিশন ইন্দ্রধনুষ প্রকল্প৷ ১২টি বিশেষ রোগের চিকিৎসার জন্য এই প্রকল্প চালু হচ্ছে৷ ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করার প্রস্তাব রয়েছে এবারের বাজেটে।
শিক্ষা
শিক্ষাক্ষেত্রে ৯৯,৩০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রাখেন সীতারামন। শিক্ষাক্ষেত্রে আগামী দিনে বিদেশি বিনিয়োগ (ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট) আনার কথা বলেন নির্মলা সীতারমন।
সামাজিক উন্নয়ন
তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও অনগ্রসর শ্রেণির উন্নয়নের জন্যে ৮৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্র।
কৃষি
কৃষিপণ্য মজুত করার জন্য গুদাম তৈরি করা হবে। চালু হবে কিষাণ রেল সার্ভিস। উত্তর-পূর্ব ভারতের কৃষকদের জন্যে বিশেষ ট্রেন চালানো হবে। খরাপ্রবণ এলাকালগুলিকে চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। চালু হবে কিষাণ ক্রেডিট স্কিম।চালু হবে কৃষি উড়ান প্রকল্প।
ব্যাঙ্ক আমানত
ব্যাঙ্ক ডিপোজিট বিমার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করার কথা জানিয়েছেন নির্মলা সীতারমন।
বিলগ্নিকরণ
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি-র অংশীদারিত্বের একাংশ বিক্রির সিদ্ধান্ত নিল সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, সরকার তহবিল সংগ্রহের জন্যে বাজারে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)-এর মাধ্যমে এলআইসি-র শেয়ার ছাড়া হবে।