Narendra Modi

‘এঁরা পেশাদার নিরাশাবাদী’, পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি নিয়ে মোদীর তোপ বিরোধীদের

পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি আসলে কী, তাও উৎসাহী মানুষকে ব্যাখ্যা করে শোনান মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৯ ১৯:৩০
Share:

বারাণসীর সভায় নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

কেন্দ্রীয় বাজেট নিয়ে কাটাছেঁড়া করায় এ বার সমালোচকদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বা যাঁরা বাজেটের সমালোচনা করছেন, তাঁদের সকলকে পেশাদার নিরাশাবাদী বলে কটাক্ষ করলেন তিনি। শুক্রবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ভারতকে পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রাখা হয়। কিন্তু সেই লক্ষ্য কতটা বাস্তব সম্মত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তা নিয়েই সমালোচকদের কটাক্ষ করলেন মোদী।

Advertisement

বিজেপির সদস্যপদ গ্রহণের জন্য বিশেষ টোল ফ্রি নম্বর চালু করতে শনিবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে সভা করেন নরেন্দ্র মোদী। সেখানে সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘‘এমন লক্ষ্য কেন স্থির করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন কিছু লোক। কী দরকার এমন প্রতিশ্রুতির জানতে চাইছেন তাঁরা। এই ধরনের মানুষকে পেশাদার নিরাশাবাদী বলা চলে। এঁরা আর পাঁচটা সাধারণ মানুষের চেয়ে আলাদা। কোনও সমস্যা নিয়ে সাধারণ মানুষের কাছে গেলে, সমাধান খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু এই সব লোকেদের কাছে গেলে, মনে ভয় চেপে বসবে।’’

পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি আসলে কী, তাও উৎসাহী মানুষকে ব্যাখ্যা করে শোনান মোদী। তিনি বলেন, ‘‘পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির অর্থ কী, আম জনতার তাতে কী যায় আসে, এ ব্যাপারে সকলের সম্যক ধারণা থাকা উচিত। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ‘সাইজ অব কেক ম্যাটার্স।’ অর্থাৎ কেক আকারে যত বড় হবে, ততই বড় বড় টুকরো পাওয়া যাবে। এ কথা মাথায় রেখেই এই লক্ষ্য স্থির করেছি আমরা, যাতে ভারতের অর্থনীতি দ্বিগুণ হলে সকলে আরও বেশি সুযোগ-সুবিধা পান।’’ উন্নত দেশগুলির প্রত্যেকেই লড়াই করে নিজ নিজ লক্ষ্যে পৌঁছেছে, এ বার ভারতেরও সময় এসেছে বলেও জানান মোদী।

Advertisement

আরও পড়ুন: দু’মাসের মধ্যেই রাফাল যুদ্ধবিমান হাতে পাচ্ছে ভারতীয় বায়ুসেনা​

আরও পড়ুন: এলাকা দখল নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ট্যাংরায়, আহত বেশ কয়েকজন​

একুশ শতকের উপযোগী দেশ জুড়ে উন্নত পরিকাঠামো, গ্রাম এবং শহরগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার সবরকম চেষ্টাই চলছে বলে জানান মোদী। তিনি বলেন, ‘‘সড়কপথ, রেলপথ, জলপথ, ডিজিটাল পরিকাঠামো, গ্রামে গ্রামে ব্রডব্যান্ডে পরিষেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আগামী কয়েক বছরে সওয়া লক্ষ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে গ্রামগুলিতে। পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণ করতে জোর দিতে হবে স্বচ্ছ ভারত, সুস্থ ভারত, সুন্দর ভারত গড়ে তোলাতেও।’’

গতকাল কেন্দ্রীয় বাজেটে ধনীদের করের বোঝা বাড়িয়েছেন নির্মলা সীতারামন। আবার জ্বালানি, সোনা, গাড়ির যন্ত্রপাতির দাম বাড়ানোয় কোপ পড়েছে মধ্যবিত্তের সংসারেও। তবে এ দিন দেশের সামগ্রিক উন্নয়নে কৃষকদেরও সমান ভাবে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, কৃষকদের শুধুমাত্র ফসল উৎপাদনের দায়িত্বে আটকে না থেকে দেশের সম্পদ সৃষ্টিতে শামিল করতে হবে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement