উত্তরাখণ্ডে সুড়ঙ্গের একাংশ ভেঙে বিপত্তি। ছবি: সংগৃহীত।
উত্তরাখণ্ডে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ল। আটকে পড়লেন অন্তত ৪০ জন শ্রমিক। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
সিল্কিয়ারা থেকে উত্তরাখণ্ডের উত্তরকাশীর দণ্ডালগাঁওয়ের মধ্যে সংযোগ রক্ষার জন্য তৈরি করা হচ্ছে এই সুড়ঙ্গ। চারধাম প্রকল্পের আওতায়। সুড়ঙ্গটি তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার দূরত্ব ২৬ কিলোমিটার কমবে।
পুলিশ জানিয়েছে, এই সুড়ঙ্গের দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। ১৫০ মিটার দীর্ঘ একটি অংশ রবিবার ভোর ৪টে নাগাদ ভেঙে পড়েছে। বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয় প্রশাসন। ঘটনাস্থলে এসে পৌঁছন উত্তরকাশীর সুপার অর্পণ যদুবংশি। পুলিশের সঙ্গে উদ্ধারকাজে হাত দেয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভগ্নস্তূপের কিছুটা সরিয়ে সুড়ঙ্গের ভিতর অক্সিজেন সরবরাহের জন্য পাইপ প্রবেশ করানো হয়েছে। প্রায় ২০০ মিটারের একটি চাঁই সরিয়ে তবেই খোলা যাবে সুড়ঙ্গের মুখ। সেই কাজ চলছে।