উদ্ধব ঠাকরে। — ফাইল চিত্র।
বিদ্রোহীদের দমনে এ বার নতুন চাল উদ্ধব ঠাকরের। বিদ্রোহী মন্ত্রীদের তাঁদের পদ থেকে সরাতে শুরু করেছেন তিনি। ওই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে অন্যান্য মন্ত্রীর হাতে।
একনাথ শিন্ডের শিবিরে যে মন্ত্রীরা রয়েছেন তাঁদের থেকে দায়িত্ব কেড়ে নেওয়া হবে, এমন সিদ্ধান্ত গত শনিবার জাতীয় কর্মসমিতির বৈঠকেই নিয়েছিল শিবসেনা। সেই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে সোমবার। ঘটনাচক্রে সোমবারই সুপ্রিম কোর্টে একনাথের করা আবেদনের শুনানি শুরু হয়েছে। যে আবেদনে একনাথ জানিয়েছেন, তাঁরা মহারাষ্ট্র সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। তাঁর সঙ্গে আরও ৩৮ জন বিদ্রোহী বিধায়ক সঙ্গে রয়েছেন বলেও দাবি করেছেন ওই বিদ্রোহী নেতা।
শিবসেনা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে গুয়াহাটিতে রয়েছেন এমন নয় মন্ত্রীকে সরাতে চলেছেন উদ্ধব। তাঁদের দফতর অন্যান্য মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে শিবসেনা সূত্রে জানা গিয়েছে। বর্তমানে চার মন্ত্রী রয়েছে শিবসেনার। তাঁরা হলেন, মুখ্যমন্ত্রী উদ্ধব, আদিত্য ঠাকরে, অনিল পরব এবং সুভাষ দেশাই।