Amit Shah

‘বিশ্বাসঘাতকতা’ করেছেন উদ্ধব ঠাকরে, মরাঠাভূম থেকেই ‘শিক্ষা’ দেওয়ার হুঙ্কার অমিত শাহের

সোমবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে অমিত শাহ বলেন, “আমরা রাজনীতিতে সব কিছু সহ্য করতে পারি। কিন্তু বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারি না।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ২০:১১
Share:

অমিত শাহ এবং উদ্ধব ঠাকরে - ফাইল চিত্র।

মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়েই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্ধব বিজেপির সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন, তাই তাঁকে ‘শিক্ষা’ দিতে হবে বলেও হুঙ্কার দিয়েছেন বিজেপির নির্বাচন কান্ডারী।

Advertisement

সোমবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে অমিত শাহ বলেন, “আমরা রাজনীতিতে সব কিছু সহ্য করতে পারি। কিন্তু বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারি না।” মহারাষ্ট্র বিজেপি সূত্রের খবর, তাঁদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উদ্ধবের ‘লোভে’র কারণেই তাঁর দলে ভাঙন ধরেছে। লোভকে নিয়ন্ত্রণে রাখলে উদ্ধবের এমন হাল হত না বলেও দাবি করেছেন তিনি। অমিত শাহ পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “উদ্ধব শুধু বিজেপির সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেননি। রাজ্যের মানুষ এবং শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেবের আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।” অমিত শাহ এ-ও দাবি করেন, শিবসেনার সঙ্গে জোটে থাকাকালীন বিজেপি কোনওদিনই উদ্ধবকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দেয়নি।

উদ্ধবকে শিক্ষা দেওয়ারও পথও বাতলে দিয়েছেন অমিত শাহ। দেশের ধনীতম পুরসভা বৃহন্মুম্বই পৌরনিগমে ১৫০টি আসন জয়ের লক্ষ্যে বিজেপিকে প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই পুরসভা থেকে উদ্ধবপন্থী শিবসেনার অস্তিত্ব মুছে দিতে চাইছে বিজেপি। অমিত শাহ সোমবারের বৈঠকে শিবসেনার একনাথ শিন্ডে শিবিরকেই ‘প্রকৃত শিবসেনা’ বলে উল্লেখ করেছেন। জানিয়েছেন উদ্ধবের বিশ্বাসঘাতকতায় তাঁর দলের লোকেরাই ক্ষুব্ধ ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement