ছবি: পিটিআই।
মুখ্যমন্ত্রিত্ব নিয়ে প্রায় প্রতিদিনই নিয়ম করে বিজেপিকে আক্রমণ করছে উদ্ধব ঠাকরের দল। এই পরিস্থিতিতে কৃষকদের সমস্যা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের উপর চাপ বাড়াল শিবসেনা। দলের মুখপত্রে দাবি করা হয়েছে, যে কোনও মূল্যে রাজ্যের কৃষকদের রক্ষা করতে হবে এবং তাঁদের জন্য ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করুক সরকার। রাজ্যের রাজস্ব মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল অবশ্য জানিয়েছেন, ভবিষ্যতে আরও টাকা কৃষকদের জন্য বরাদ্দ হবে।
শিবসেনার মুখপত্রের সম্পাদকীয়তে বলা হয়েছে, দেশের অর্থনীতিতে মন্দার ছায়া। যার ফলে বহু মানুষ কাজ হারিয়েছেন। অসময়ে বৃষ্টির কারণে যাঁরা কৃষির উপর নির্ভরশীল, তাঁরা সঙ্কটে পড়েছেন। শিবসেনার মুখপত্রে লেখা হয়েছে, ‘‘অসময়ে বৃষ্টির কারণে মহারাষ্ট্রের কৃষকদের অস্তিত্বের সঙ্কটের মুখে ঠেলে দেওয়া উচিত নয়। সরকারের উচিত অগ্রাধিকারের ভিত্তিতে কৃষকদের সহায়তা করা।’’
রাজ্য সরকার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু শিবসেনার মতে, ওই প্যাকেজে সমস্যার সমাধান হবে না। সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘‘কৃষকদের যে কোনও মূল্যে রক্ষা করতে হবে। যে প্যাকেজ ঘোষণা হয়েছে, তা পর্যাপ্ত নয়। যে ক্ষতি হয়েছে তা পূরণে ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ দিতে হবে।’’
আরও পড়ুন: মণিপুরে ভুয়ো সংঘর্ষে আফস্পাই ঢাল সেনার
রাজস্ব মন্ত্রীর অবশ্য বলেছেন, ‘‘প্রাথমিক ভাবে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কতটা ক্ষতি হয়েছে তার চূড়ান্ত মূল্যায়ন করা হবে। তার পর শীঘ্রই আরও অর্থ বরাদ্দ করা হবে।’’
অসময়ের বৃষ্টিতে মহারাষ্ট্রে সয়াবিন, আখ, তুলোর মতো ফসলের প্রভূত ক্ষতি হয়েছে। শিবসেনার বক্তব্য, কৃষকদের যাওয়ার কোনও জায়গা নেই। সম্প্রতি পালঘর জেলায় ধর্ম যাদব নামে এক কৃষক আত্মঘাতী হয়েছেন। এই ঘটনাটি উল্লেখ করে সেনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘‘ঋণের দায়ে ওই কৃষক আত্মহত্যা করেননি। অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় আতঙ্কিত হয়ে তিনি আত্মঘাতী হন। ফলে সময় নষ্ট না করে সরকারের উচিত অবিলম্বে কৃষকদের পাশে দাঁড়ানো।’’
মরাঠা রাজনীতি নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের মতে, শিবসেনার প্রভাব মূলত শহরাঞ্চলে। গ্রামীণ মহারাষ্ট্রে শক্তি বাড়াতে তৎপর হচ্ছে তারা। সেই কারণেই উদ্ধবের দল বার বার কৃষক সমস্যাকে সামনে নিয়ে আসছে।