জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির। বুধবার গভীর রাতে কাশ্মীরের পুলওয়ামা গ্রামে অতর্কিতে হানা দেয় সেনাবাহিনীর একটি দল। সেই গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার আগাম খবর ছিল সেনার কাছে।
বুধবার রাত দেড়টা নাগাদ ওই গ্রামের একটি বাড়ি ঘিরে ফেলে সেনা। তার পরেই সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। কিছু ক্ষণের মধ্যেই সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিরা হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বলে জানিয়েছেন পুলিশ। মৃতদের মধ্যে এক জন হিজবুল গোষ্ঠীর স্থানীয় কমান্ডার রয়েছে বলে জানা গিয়েছে। সকালেও বেশ কিছু ক্ষণ সংঘর্ষ চলে। পুলিশের এক আদিকারিক বলেন, “দুই জঙ্গির মধ্যে এক জন মনজুর আলিম দার পুলওয়ামার বাসিন্দা। অন্যা জঙ্গি পাক নাগরিক।” ঘটনাস্থল থেকে অকাধিক গ্রেনেড, একে-৪৭ সহ আরও বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।