পলাতক দুই জঙ্গিকে গ্রেফতার করতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ফাইল চিত্র ।
জম্মু ও কাশ্মীরের বারামুলায় পুলিশি হেফাজত থেকে পলাতক মদের দোকানে বোমা বিস্ফোরণে জড়িত দুই লস্কর-ই-তৈবা জঙ্গি। পলাতক দুই জঙ্গির নাম মারুফ নাজির সোলেহ এবং শহিদ শওকত বালা। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে ওই দুই জঙ্গি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়। দু’জনের সঙ্গেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগ ছিল বলেও পুলিশ জানিয়েছে।
গত বছর বারামুলায় একটি মদের দোকানে বোমা বিস্ফোরণে মূল অভিযুক্ত হিসাবে এই দুই জঙ্গির নাম উঠে আসে। এর পর তদন্ত চালিয়ে গত বছরের মে মাসে তাদের গ্রেফতার করে পুলিশ।
পলাতক দুই জঙ্গিকে গ্রেফতার করতে ইতিমধ্যেই বারামুলা এবং উত্তর কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।
একজন পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘দুই অভিযুক্ত বারামুলা থানা হেফাজতে ছিল। বুধবার ভোরে খাবার খাওয়ার আগে তারা পালিয়ে যায়।’’