প্রতীকী ছবি।
গভীর রাতে রাজধানী দিল্লির রাস্তায় গুলি চালিয়ে খুন করা হল দুই মাঝবয়সি ব্যক্তিতে। দু’জনেই পেশায় দিনমজুর। বয়স ৪০ এর কোঠায়। রাত সওয়া দু’টো নাগাদ তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁদের রক্তাক্ত দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
উত্তরপূর্ব দিল্লির ঘটনা। সোমবার গভীর রাতে সেখানেই রাস্তার উপরে প্রকাশ্যে গুলি চলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় রাস্তার উপরেই পড়ে রয়েছে দু’জনের দেহ। তাঁদের একজনের বুকে এবং তলপেটে গুলি লেগেছিল। আরেক জনের দু’টি গুলিই লেগেছিল পেটে। একে অপরের থেকে ৩০০ মিটারের দূরত্বে পড়েছিল দেহ দু’টি। তাঁদের পাশেই পড়েছিল ৯এমএম বুলেটের খোল।
পুলিশ দু’জনকেই স্থানীয় জিটিবি হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের চিহ্নিতও করে। পুলিশ জানায়, এঁদের মধ্যে একজনের নাম বাবলু অন্যজনের নাম প্রদীপ। দু’জনেই পরষ্পরকে চিনতেন এবং এক সঙ্গেই দিন মজুরের কাজ করতেন বলেও জেনেছে পুলিশ। তবে এঁদের মধ্যে বাবলুর বিরুদ্ধে চুরি, ছিনতাই-সহ ১৩টি মামলা রয়েছে পুলিশের রেকর্ডে। ঘটনাটি তাই অপরাধ জগতের সঙ্গে জড়িত দুই গোষ্ঠীর দ্বন্দ্বের ঘটনা হতে পারে বলেও মনে করছে পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।