—প্রতীকী ছবি।
দাহকাজ করার সময় মৃতের আধপোড়া দেহ থেকে মাংস খাওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। মানুষের মাংস খাওয়ার অভিযোগে ওই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তেরা হলেন সুন্দরমোহন সিংহ এবং নরেন্দ্র সিংহ। তাঁরা দু’জনেই ময়ূরভঞ্জ জেলার দাঁতুনি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার গ্রামের এক ব্যক্তি মারা গিয়েছিলেন। শেষকৃত্যের জন্য ওই ব্যক্তির দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। গ্রাম থেকে অনেকেই গিয়েছিলেন। সেই দলে ছিলেন মোহন এবং নরেন্দ্র।
গ্রামবাসীরা জানান, দাহকাজের দায়িত্বে ছিলেন ওই দু’জন। আর কিছুটা দূরেই বসেছিলেন শবযাত্রীরা। তাঁদের মধ্যে কয়েক জন দেখেন, দেহ যখন অর্ধেক পুড়েছে, সেই সময় মৃতের দেহ থেকে মাংস ছিঁড়ে খাচ্ছেন মোহন এবং নরেন্দ্র। শবযাত্রীদের সন্দেহ হওয়ায় তাঁদের কাছে যেতেই হাতেনাতে ধরা পড়ে যান মোহন এবং নরেন্দ্র। গ্রামবাসীদের দাবি, দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন।
এই ঘটনার পর মোহন এবং নরেন্দ্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের সদস্যরা। এক গ্রামবাসীর দাবি, মোহন তন্ত্রসাধনা করেন। মোহন এবং নরেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরই গ্রেফতার করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেরায় অভিযুক্তরা মৃতের মাংস খাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।