Uttar Pradesh

‘রাম ভরসা’য় পঞ্চায়েত! নিজেদের আসনে রামের ছবি বসিয়ে দফতর চালাচ্ছেন উত্তরপ্রদেশের দুই আধিকারিক

তাঁদের দাবি, ‘‘প্রভু রাম আমাদের দফতরের সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। আর আমরা প্রতিনিধিত্ব করছি।’’ দুই আধিকারিকের তাঁদের বসার জন্য নির্ধারিত আসন ফাঁকা রেখেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৫:০৪
Share:

‘প্রভু রাম’-এর ছবি দফতরের চেয়ারে বসানো। ছবি: সংগৃহীত।

‘প্রভু রাম’ই দফতর চালাচ্ছেন। আর এই বিশ্বাসেই তাঁর ছবি নিজেদের আসনে বসালেন উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার নগর পঞ্চায়েতের দুই আধিকারিক। এক জন হলেন গাদওয়ারা নগর পঞ্চায়েতের প্রধান সীমা সিংহ এবং অন্য জন হলেন সদর উন্নয়ন ব্লকের প্রধান শেষা দেবী।

Advertisement

তাঁদের দাবি, ‘‘প্রভু রাম আমাদের দফতরের সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। আর আমরা প্রতিনিধিত্ব করছি।’’ দুই আধিকারিকের তাঁদের বসার জন্য নির্ধারিত আসন ফাঁকা রেখেছেন। পরিবর্তে সেখানে ‘প্রভু রাম’-এর ছবি বসিয়ে রেখেছেন। গাদওয়ারা নগর পঞ্চায়েতের প্রধান সীমার দাবি, ‘রাম ভরসা’তেই গত বছরে পঞ্চায়েত নির্বাচন জিতেছেন তিনি। তাই ঈশ্বরের প্রতি সম্মান জানিয়ে দফতরে নিজের আসন ছেড়ে দিয়েছেন ‘রামের’ জন্য। তিনি নিজে অন্য আসনে বসে প্রতি দিনের দফতরের কাজ করেন।

সীমার পুত্র সচিন সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া-কে বলেন, ‘‘প্রতাপগড় জেলার গাদওয়ারা পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করেছিল মা। সেই নির্বাচনে জিতে পঞ্চায়েত প্রধান হয়েছে। প্রভু রামের আশীর্বাদ নিয়েই ভোটের ময়দানে নেমেছিল। নির্বাচনে জেতার পরই পঞ্চায়েতের দফতরে প্রধানের আসনে প্রভু রামের ছবি বসানো হয়েছে। ওই চেয়ারটি রামকে উৎসর্গ করা হয়েছে।’’ গাদওয়ারাতে রামের দু’টি মূর্তিও স্থাপন করেছেন সীমা।

Advertisement

অন্য দিকে, সদর উন্নয়ন ব্লকের প্রধান শেষা দেবীও নিজের আসন ‘প্রভু রাম’কে উৎসর্গ করেছেন। গত তিন বছর ধরে নিজের আসনে তাঁর ছবি বসিয়ে দফতরের কাজ সামলাচ্ছেন। শেষা দেবীর দাবি, ‘প্রভু রাম’-এর আশীর্বাদে তিনি নির্বাচনে জয়ী হওয়ার পরই সেই জয় তাঁকে উৎসর্গ করেন। তার পর নিজের দফতরে নিজের জন্য নির্ধারিত আসেন রামের ছবি বসান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement