Murder

দুই যুবকের দেহ মিলল গাজিয়াবাদে, অ্যাসিড ঢেলে বিকৃত করা মুখ, দূষণের প্রতিবাদ করায় খুন?

গাজিয়াবাদে নিখোঁজ ছিল ২ যুবক। বুধবার সন্ধ্যায় তাঁদের দেহ উদ্ধার হয়। তাঁদের মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৩:২০
Share:

দুই যুবকের দেহ উদ্ধার গাজিয়াবাদে। প্রতীকী চিত্র।

কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা দুই যুবকের অ্যাসিডে পোড়া দেহ মিলল। বুধবার এই ঘটনা ঘটেছে গাজিয়াবাদে। নিহত দুই যুবকের পরিবারের অভিযোগ, ওই ২ যুবককে খুন করেছেন এলাকার একটি রাসায়নিক কারখানার মালিক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন গৌরব এবং দুর্গেশ নামে বছর পঁচিশের ওই ২ যুবক। বুধবার সন্ধ্যায় তাঁদের দেহ পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ২ যুবকের মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যাতে তাঁদের শনাক্ত না করা যায়। তাঁদের খুন করা হয়েছে বলে অভিযোগ করছে গৌরব এবং দুর্গেশের পরিবার।

ওই ২ যুবকের পরিবারের আরও অভিযোগ, এলাকার একটি রাসায়নিক কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে। এ নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন তাঁরা। সে কারণেই তাঁদের খুন করা হয়েছে বলে দাবি। পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement