— প্রতিনিধিত্বমূলক ছবি।
দিল্লিতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে ১৫ কোটি টাকা চেয়েছিলেন। চিরকুটে ‘বাম্বিহা গ্যাং’য়ের নাম লিখে ভয়ও দেখাতে চেয়েছিলেন। এ বার পুলিশের হাতে ধরা পড়লেন অভিযুক্ত দুই যুবক।
পুলিশি জেরায় জানা গিয়েছে, ধৃতেরা প্রকৃতই বাম্বিহা গ্যাংয়ের সদস্য। দু’জনের বাড়িই উত্তরপ্রদেশের বুলন্দশহরে। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ পশ্চিম দিল্লির রানিবাগে এক ব্যবসায়ীর বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিলেন তাঁরা। হামলা শেষে এলাকা ছাড়ার আগে বাড়ির সামনে একটি চিরকুটও রেখে যান দুই যুবক। তাতেই লেখা ছিল ‘বাম্বিহা’ গ্যাংয়ের নাম। প্রসঙ্গত, এই বাম্বিহা গ্যাং হল মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের প্রতিদ্বন্দ্বী দল।
সম্প্রতি মুম্বইয়ে প্রাক্তন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুনে নাম জড়ায় লরেন্স বিশ্নোইয়ের গ্যাংয়ের। অভিযোগ, বলিউড অভিনেতা সলমন খানকেও হুমকি দিচ্ছে ওই গ্যাং। সেই ঘটনায় ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে লরেন্স এখনও গুজরাতের জেলে বন্দি। সেই আবহেই এ বার সক্রিয় হয়েছে লরেন্সের প্রতিদ্বন্দ্বী বাম্বিহা গ্যাং।
জেরায় ধৃতেরা পুলিশকে জানিয়েছেন, আমেরিকা থেকে ওই হামলার নির্দেশ দিয়েছিল গ্যাংস্টার পবন শৌকিন। অভিযোগ, একাধিক অপরাধে অভিযুক্ত এই পবন দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছেন। ধৃতদের দাবি, পবনেরই নির্দেশে ব্যবসায়ীর কাছে ১৫ কোটি টাকা চেয়ে রানিবাগে তাঁর বাড়ির সামনে গুলি চালিয়েছিলেন তাঁরা।
দিল্লি পুলিশ জানিয়েছে, শুধু তোলাবাজির উদ্দেশ্যে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানো হয়। মূলত ব্যবসায়ীকে ভয় দেখানোই ছিল ধৃতদের উদ্দেশ্য। উল্লেখ্য, গত মাসে দিল্লির বিভিন্ন প্রান্তে এমনই তিনটি পৃথক গুলি-হামলার ঘটনা ঘটেছে। পশ্চিম দিল্লির একটি গাড়ির শোরুম, একটি হোটেল এবং একটি মিষ্টির দোকানে পর পর তিনটি হামলার ঘটনা ঘটে। ওই তিনটি হামলাও তোলাবাজির উদ্দেশ্যে হয়েছিল বলে অভিযোগ।