Chennai

Chennai: তামিল ছবি দেখে অনুপ্রাণিত, গ্যাংওয়ারের ভিডিয়ো করতে পুলিশের গাড়ি চুরি! ধৃত দুই যুবক

ধৃত দুই যুবকের নাম এম সঞ্জয় এবং ডি বিঘ্নেশ। ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ তদন্তে নেমে ওই দুই যুবককে গ্রেফতার করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৫:২৬
Share:

গ্যাংওয়ারের শ্যুটিং করতে পুলিশের গাড়ি চুরি! প্রতীকী ছবি।

ইনস্টাগ্রাম ভিডিয়োর ‘ভূত’ মাথায় এমন চেপেছিল যে, শ্যুটিং করতে পুলিশের গাড়ি চুরি করে ধরা পড়লেন দুই যুবক। ঘটনাটি চেন্নাইয়ের।

Advertisement

ধৃত দুই যুবকের নাম এম সঞ্জয় এবং ডি বিঘ্নেশ। ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ তদন্তে নেমে ওই দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, সঞ্জয় এবং বিঘ্নেশ কয়েক জন সঙ্গীকে নিয়ে একটি গ্যাংওয়ারের দৃশ্য শ্যুট করতে চেয়েছিলেন। সেই দৃশ্যে পুলিশের গাড়ির প্রয়োজন ছিল। সুযোগও এসে যায়।

মাঠের সামনে পুলিশের একটি টহলদারি গাড়ি দাঁড় করানো ছিল। ধৃতদের দাবি, সেই গাড়িটি তাঁরা পুলিশের অজান্তেই ব্যবহার করেন। দক্ষিণী ছবিতে যেমন ভাবে গ্যাংওয়ারের দৃশ্য দেখানো হয়, ঠিক একই কায়দায় ভিডিয়ো শ্যুট করেন সঞ্জয়রা।

Advertisement

এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু ভিডিয়ো নেটমাধ্যমে ছড়াতেই তা পুলিশের নজরে আসে। তাদের গাড়ি ব্যবহার হল, অথচ তারা জানতেই পারল না! ভিডিয়োর সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। তার পরই গ্রেফতার করা হয় দু’জনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement