Accident

কর্নাটকে বাসের সঙ্গে গাড়ির ধাক্কা, মৃত্যু দুই মহিলার, মহারাষ্ট্রে আরেক দুর্ঘটনায় হত চার ক্রিকেটার

পুলিশ জানিয়েছে, রাইচুরের কাছে রাস্তায় দুরন্ত গতিতে ছুটে আসছিল বাসটি। তার সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই দু’জন মহিলা যাত্রীর মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাসের সঙ্গে গাড়ির ধাক্কা। ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুই মহিলা। গুরুতর জখম আরও পাঁচ জন। কর্নাটকের রাইচুর শহরের উপকণ্ঠে রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, রাইচুরের কাছে রাস্তায় দুরন্ত গতিতে ছুটে আসছিল বাসটি। তার সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই দু’জন মহিলা যাত্রীর মৃত্যু হয়। আহতদের রাইচুর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (রিমস) এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্য দিকে, রবিবার সকালেই মহারাষ্ট্রের অমরাবতীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। পুলিশ সুপার বিশাল আনন্দ জানিয়েছেন, ২১ জন ক্রিকেট খেলোয়াড়কে নিয়ে অমরাবতী থেকে রওনা হয়েছিল একটি টেম্পো। যাবৎমলে ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছিলেন তাঁরা। তখনই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। আহত হয়েছেন ১০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement