Kashmir

‘দেশ-বিরোধী’ পোস্ট করার অভিযোগে কাশ্মীরে অভিযুক্ত ২ সাংবাদিক

‘ভুয়ো খবর’ প্রকাশের জন্য সর্বভারতীয় পত্রিকার সাংবাদিক পীরজ়াদা আশিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ০২:২১
Share:

ছবি: সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় ‘দেশ-বিরোধী’ পোস্ট করার অভিযোগ কাশ্মীরি চিত্রসাংবাদিক মাসরত জ়াহরার বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ও ভারতীয় দণ্ডবিধিতে মামলা করা হয়েছে। অন্য দিকে, ‘ভুয়ো খবর’ প্রকাশের জন্য সর্বভারতীয় পত্রিকার সাংবাদিক পীরজ়াদা আশিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

বছর ছাব্বিশের মাসরতের তোলা কাশ্মীরের ছবি কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। মূলত অশান্তি ও বাহিনী-জঙ্গি সংঘর্ষের সময়ে নারী ও শিশুদের অবস্থার কথা উঠে আসে তাঁর ছবিতে।

শ্রীনগরের সাইবার থানা জানিয়েছে, সম্প্রতি তারা জানতে পারে মাসরত জ়াহরা নামে এক জন ফেসবুকে নানা দেশ-বিরোধী পোস্ট করছেন। সাইবার থানার তরফে জানানো হয়েছে, মাসরত উস্কানিমূলক কিছু ছবি আপলোড করেছেন।

Advertisement

আরও পড়ুন: লকডাউনের আগে ছিল ৩.৪, এখন করোনা আক্রান্ত দ্বিগুণ হচ্ছে ৭.৫ দিনে, জানাল কেন্দ্র

মাসরতের বক্তব্য, ‘‘শনিবার সাইবার থানা আমাকে হাজির হতে বলেছিল। কিন্তু আমার বাবা বাড়িতে না থাকায় যেতে পারিনি। আগামিকাল আমি থানায় যাব।’’

আরও পড়ুন: কোভিড-১৯-এর দিনগুলোতে জীবন যে রকম

পীরজ়াদা আশিক শোপিয়ানের একটি সংঘর্ষ সম্পর্কে ‘ভুয়ো’ খবর লিখেছেন বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, ওই খবরে প্রকাশিত তথ্য ঠিক কি না তা জেলা প্রশাসনের কাছ থেকে যাচাই করেননি আশিক। এই বিষয়ে অনন্তনাগ থানায় এফআইআর করা হয়েছে।


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement