মাদক পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রচুর মাদক। প্রতীকী ছবি।
শ্রীলঙ্কায় মাদক পাচারের আগেই পর্দাফাঁস করল পুলিশ। তামিলনাড়ুর রমানাথপুরম জেলার পরমাকুদি শহরে দুই ভারতীয়কে গ্রেফতার করা হল। ধৃতদের থেকে প্রচুর পরিমাণে মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার এই খবর প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে মাদক নিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে পরমাকুদি টোল প্লাজার কাছে সাথিরাকুদিতে অভিযুক্তদের গাড়ি আটকায় পুলিশ। তার পর তল্লাশি চালাতেই উদ্ধার করা হয় ৮৮ কেজি মাদক। বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য ১১০ কোটি টাকা।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, ভারত থেকে শ্রীলঙ্কায় পাচার করার ছক কষেছিলেন অভিযুক্তরা। এই চক্রে আরও অনেকে যুক্ত রয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশ চালানো হচ্ছে।