Grenade

Kashmir: স্বাধীনতা দিবসে কাশ্মীরে দু’টি গ্রেনেড হামলা, আহত এক পুলিশ কর্মী ও এক নাগরিক

স্বাধীনতা দিবসে কাশ্মীরে বিচ্ছিন্ন দুই গ্রেনেড হামলা। জঙ্গিদের হামলায় আহত হলেন এক জন পুলিশ কর্মী এবং এক নাগরিক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ২৩:৩২
Share:

ফাইল চিত্র।

স্বাধীনতা দিবসে কাশ্মীরের দুই জায়গায় গ্রেনেড বিস্ফোরণ। দু’টি বিচ্ছিন্ন ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী এবং এক নাগরিক।

Advertisement

প্রথম ঘটনা বদগামের চাদুরা এলাকায়। সেখানে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত হয়েছেন এক ব্যক্তি। নাম কর্ণকুমার সিংহ। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। দ্বিতীয় গ্রেনেড হামলা হয়েছে শ্রীনগরে পুলিশ কন্ট্রোল রুমের বাইরে। গ্রেনেড ছুড়ে পালায় জঙ্গি। এক জন পুলিশ কর্মী আহত।

ঘটনার পরেই গোটা এলাকা ঘেরাও করে রেখেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। গত তিন দিন ধরে লাগাতার হামলা হচ্ছে কাশ্মীরে। রবিবার দু’টি বিচ্ছিন্ন হামলায় মারা গিয়েছেন দু’জন পুলিশ কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement