Madhya Pradesh Incident

ঘড়ি চুরি! দুই কিশোরকে লঙ্কাপোড়া ধোঁয়ার মধ্যে উল্টো করে ঝুলিয়ে শাস্তি, মধ্যপ্রদেশে ধৃত তিন

মধ্যপ্রদেশে ঘড়ি চুরির অভিযোগে দুই কিশোরের উপর অত্যাচারের অভিযোগ। তাদের উল্টো করে ঝুলিয়ে লঙ্কাপোড়া ধোঁয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়। পুলিশ তিন জনকে আটক করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৫:১৩
Share:

মধ্যপ্রদেশে দুই কিশোরকে উল্টো করে ঝুলিয়ে লঙ্কাপোড়া ধোঁয়ায় ছেড়ে দেওয়ার অভিযোগ। ছবি: সংগৃহীত।

ঘড়ি চুরি করেছিল দুই কিশোর। পরে ‘ভুল’ বুঝতে পেরে আবার তা ফিরিয়েও দিয়ে আসে। কিন্তু ‘লঘু পাপ’-এ তাদের দণ্ড হল ‘গুরু’। দু’জনকে লঙ্কাপোড়া ধোঁয়ার মধ্যে উল্টো করে ঠায় ঝুলিয়ে রাখা হল কয়েক ঘণ্টা। সেই ঘটনার ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তার পর পদক্ষেপ করেছে পুলিশ। অভিযুক্ত তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

ঘটনাটি মধ্যপ্রদেশের পান্দুর্ণা জেলার মোহগাওঁ থানা এলাকার। গত ৩১ অক্টোবর এই ঘটনা ঘটলেও তার ভিডিয়ো প্রকাশ্যে আসে রবিবার। ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই কিশোরের পা উপরে তুলে মাথা নীচে ঝুলিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তার পর তাদের সামনে লঙ্কাপোড়া ধোঁয়া দেওয়া হয়েছে। সেই ধোঁয়ার মধ্যে দীর্ঘ ক্ষণ তাদের ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ। কিশোরদের মারধরও করা হয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

মোহগাওঁ থানা ইনচার্জ রূপালাল উইকে জানিয়েছেন, দুই কিশোরের বয়স ১৪ বছর। স্থানীয় এক জনের বাড়ি থেকে দই কেনার জন্য টাকা ধার নিয়েছিল তারা। ৩১ তারিখ সেই টাকাই আবার ফিরিয়ে দিতে তারা ওই বাড়িতে ঢুকেছিল। সে সময়ে ঘরের মধ্যে টেবিলের উপর রাখা একটি ঘড়ি দেখে তারা লোভ সামলাতে পারেনি। ঘড়িটি তুলে নিয়ে চলে গিয়েছিল। পরে নিজেদের ভুল বুঝতে পেরে দু’জনই আবার নিঃশব্দে গিয়ে ঘড়ি ফেরত দিয়ে আসে। সেই সময়েই তাদের দেখে ফেলে নিখিল কালাম্বে এবং সুরেন্দ্র বাওয়ানকার নামের স্থানীয় দুই যুবক। অভিযোগ, তাঁরা কিশোরদের নিয়ে যায় একটি গ্যারাজে। সেখানে তাদের উপর অত্যাচার করা হয়। চুরির শাস্তি দেওয়া হয়। পরে ছেড়েও দেওয়া হয়।

Advertisement

ঘটনার কথা বাড়িতে ভয়ে বলতেই পারেনি দুই কিশোর। পরে ভিডিয়ো ছড়িয়ে পড়লে তা দেখতে পান ওই কিশোরদের বাবা। তিনি তাদের নিয়ে থানায় যান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement