কিনারা হয়ে গিয়েছে এনআইএ অফিসার তানজিল আহমেদের খুনের রহস্যের। মঙ্গলবার দাবি করল উত্তরপ্রদেশ পুলিশ। অফিসার খুনে অভিযুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়েছে তানজিলের শ্যালকের ভাইপো রেহান এবং তার সঙ্গী জাইনুলকে। আইজি বিজয়কুমার মিনা মঙ্গলবার জানান, মূলত পারিবারিক সমস্যা ও সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই খুন হন এনআইএ অফিসার তানজিল আহমেদ। তবে এই হত্যাকাণ্ডের মূল চক্রী মুনির এখনও পলাতক। তার খোঁজ চলছে।