Tamil Nadu Incident

ট্রায়াল রুমে গোপন ক্যামেরা, পোশাক বদলাতে গিয়ে চোখে পড়ল তরুণীর, গ্রেফতার দুই

ট্রায়াল রুমে ক্যামেরা বসিয়ে ক্রেতাদের পোশাক পরিবর্তনের মুহূর্ত রেকর্ড করতে চেয়েছিলেন দোকানেরই দুই কর্মী। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাঁদের চিহ্নিত করা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ২০:২৬
Share:

প্রতীকী চিত্র।

ট্রায়াল রুমে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগ উঠল দোকানেরই দুই কর্মচারীর বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে দু’জনকেই চিহ্নিত করেছে পুলিশ। তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ঘটনাটি তামিলনাড়ুর তিরুক্কোইলুর জেলার। গত ২৬ জুন সেখানে নামী একটি পোশাকের দোকানের ট্রায়াল রুমে গুপ্ত ক্যামেরা পাওয়া গিয়েছে। দোকানের এক ক্রেতা ট্রায়াল রুম ব্যবহার করতে গিয়ে ক্যামেরাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

পুলিশ জানিয়েছে, ট্রায়াল রুমে সাধারণ মোবাইলের ক্যামেরাই লাগানো হয়েছিল। ক্রেতাদের ভিডিয়ো রেকর্ড করার উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। এই ঘটনার পর কর্তৃপক্ষই পুলিশে খবর দেন। তারা এসে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। দেখা যায়, দোকানের এক কর্মী ট্রায়াল রুমে ঢুকে ক্যামেরা বসাচ্ছেন। তাঁর এই কাজে সহায়তা করেছিলেন তাঁর বোনও। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জেরার মুখে ক্যামেরা বসানোর কথা স্বীকারও করে নিয়েছেন কর্মচারীরা।

Advertisement

জামাকাপড়ের দোকানে ট্রায়াল রুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পছন্দের পোশাক নিয়ে সেই ঘরেই ঢুকে পড়েন ক্রেতারা। কেনার আগে পোশাক পরে দেখেন, তা মানানসই কি না। পরার পর পছন্দ না হলে আবার সেই পোশাক ফিরিয়ে দেন। ট্রায়াল রুম ছাড়া তাই আজকাল পোশাক কিনতে চান না অনেকেই। সেই ট্রায়াল রুমে ক্যামেরা বসিয়ে মহিলাদের পোশাক পরিবর্তনের ভিডিয়ো রেকর্ড করার ছক কষেছিলেন দোকানের দুই কর্মী। পুলিশ তাঁদের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে আরও জিজ্ঞাসাবাদ করছে। তাঁরা অন্য কোথাও ক্যামেরা বসিয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement