প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
নেহরু-গান্ধী পরিবার তথা কংগ্রেসের বাইরে স্বাধীনতা সংগ্রামীদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এই অভিযোগে বিজেপি বহু দিন ধরেই সরব। স্বাধীনতার ৭৫-তম বর্ষ বা ‘আজ়াদির অমৃত মহোৎসব’ পালনে মোদী সরকার বার বার তাঁদের কথা তুলে ধরেছে। এ বার তাঁদের সম্মানে দেশের আড়াই লক্ষ গ্রামে নামফলক বসানোর প্রকল্পে নামছে মোদী সরকার।
আগামী ৯ থেকে ১৫ অগস্ট এই কর্মসূচি শুরু হবে। পঞ্চায়েত ভবন, স্কুল ভবন বা গ্রামের জলাশয়ের পাশে এই নামফলক বসানো হবে। জলাশয়ের নাম দেওয়া হবে অমৃত সরোবর। প্রতিটি গ্রামে ৭৫টি বৃক্ষরোপণ করা হবে। সরকারি সূত্রের খবর, এই কর্মসূচির নাম হবে ‘মেরি মাটি, মেরা দেশ’। দেশের প্রতিটি গ্রাম থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে আনা হবে। এই মাটি দিয়ে দিল্লির কর্তব্য পথে একটি উদ্যান তৈরি হবে। যার নাম হবে ‘অমৃত বাটিকা’। প্রতিটি গ্রামের প্রধান এই কর্মসূচিতে অংশ নেবেন। দিল্লির কর্তব্য পথে ৩০ অগস্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজাদির অমৃত মহোৎসব উদযাপনে ইতি পড়বে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আট হাজার তরুণকে দিল্লির কর্তব্য পথে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে সূত্রের খবর।