Crime

২০ বছরের তরুণীকে ধর্ষণ, দুই যুবককে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

বিচারপ্রক্রিয়া চলাকালীন এক অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে। অপর অভিযুক্তকে সাজা ভোগ করতে হবে। কারাদণ্ডের পাশাপাশি জরিমানা দিতেও নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৬:৪২
Share:

তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। প্রতীকী ছবি।

আট বছর আগে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের আমরোহা জেলা দায়রা আদালত। কারাদণ্ডের সাজার পাশাপাশি অভিযুক্তদের ৪০ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এই খবর প্রকাশ্যে এসেছে।

Advertisement

২০১৪ সালের ১৩ জানুয়ারি আদমপুর থানা এলাকায় এক ২০ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দুই যুবকের বিরুদ্ধে। আবর্জনা ফেলতে গ্রামের বাইরে গিয়েছিলেন তরুণী। সেই সময় অভিযুক্তরা তরুণীকে টেনে নিয়ে গিয়ে সর্ষের খেতে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়।

Advertisement

বিচারপ্রক্রিয়া চলাকালীন সুরজপাল নামে এক অভিযুক্তের মৃত্যু হয়। বর্তমানে জগদীশ সিংহ নামে অপর অভিযুক্তকে সাজা ভোগ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement