twitter

Twitter: কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাতের মধ্যেই দেশে নতুন গ্রিভেন্স অফিসার নিয়োগ করল টুইটার

ভারতে নতুন ডিজিটাল আইন কার্যকর হওয়ার পর থেকে টুইটারের সঙ্গে সঙ্ঘাত শুরু হয় কেন্দ্রীয় সরকারের। এই সঙ্ঘাত আদালত পর্যন্ত গড়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১২:৪৮
Share:

প্রতীকী চিত্র

নতুন ডিজিটাল আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে টুইটারের সঙ্ঘাত চরমে। তার মধ্যেই এ বার দেশে নতুন অভিযোগ গ্রহণকারী (গ্রিভেন্স) অফিসার নিয়োগ করল টুইটার কর্তৃপক্ষ। বিনয় প্রকাশকে এই পদে নিয়োগ করেছে জ্যাক ডোরসের সংস্থা।

Advertisement

ভারতে নতুন ডিজিটাল আইন কার্যকর হওয়ার পর থেকে টুইটারের সঙ্গে সঙ্ঘাত শুরু হয় কেন্দ্রীয় সরকারের। এই সঙ্ঘাত আদালত পর্যন্ত গড়ায়। কেন্দ্রের নির্দেশ মানতে রাজি না হওয়ায় টুইটারের আইনি রক্ষাকবচ কেড়ে নেওয়া হয়। সুপ্রিম কোর্টও জানায়, কেন্দ্রের নির্দেশ না মানলে তাদের কিছু করার নেই। দেশে অভিযোগ গ্রহণকারী অফিসার দ্রুত নিয়োগ করতে বলা হয় টুইটারকে।

এই অফিসার নিয়োগ ঘিরেও কম সমস্যা হয়নি। প্রথমে ধর্মেন্দ্র চতুর নামে এক জনকে এই পদে নিয়োগ করে টুইটার। কিন্তু কেন্দ্র জানায়, তৃতীয় সংস্থার কোনও ব্যক্তিকে নিয়োগ করা যাবে না। তার পরে মার্কিন নাগরিক জেরেমি কেসেলকে এই পদে নিয়োগ করা হয়। কিন্তু তিনি ভারতীয় নাগরিক নন বলে সে ক্ষেত্রেও আপত্তি জানিয়েছিল কেন্দ্র। অবশেষে বিনয়কে এই পদে নিয়োগ করল টুইটার। এখন দেখার এই পদক্ষেপের পরে কেন্দ্রের সঙ্গে টুইটারের সঙ্ঘাত কিছুটা কমে কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement