দুর্ঘটনার পর রাস্তা অবরোধ স্থানীয়দের। ছবি: সংগৃহীত।
ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েছিলেন এক ব্যক্তি এবং এক মহিলা। বাইকআরোহীদের রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় বেশ কয়েক জন মহিলা। তাঁদের যখন উদ্ধার করছিলেন সেই সময় দ্রুত গতিতে আসা অন্য একটি ট্রাক মহিলার দলটিকে পিষে দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। গুরুতর আহত হন আরও তিন জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটাওয়া জেলায়। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন মিথিলেশ দেবী (৪৫) এবং নেমা দেবী (৪৩)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘাতক ট্রাকটির খোঁজ চালাচ্ছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা রবীন্দ্র যাদব জানিয়েছেন, আগরা-কানপুর জাতীয় সড়ক দিয়ে বাইকে করে এক ব্যক্তি এবং এক মহিলা যাচ্ছিলেন। সেই সময় তাঁদের ধাক্কা দেয় একটি ট্রাক। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হন ওই দু’জন। দুর্ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন কয়েক জন স্থানীয় মহিলা। বাইকআরোহীদের পড়ে যেতে দেখে তাঁরা ছুটে আসেন। দু’জনকে রাস্তা থেকে সরানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। ঠিক সেই সময় একটি ট্রাক ওই ভিড়ের উপর দিয়ে চলে যায়। ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়ে যান উদ্ধারকারী ওই পাঁচ মহিলা। দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এই ঘটনার পর ট্রাকচালককে গ্রেফতাদের দাবিতে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় দু’ঘণ্টা অবরোধ চলে। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।