ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ব্রেক ফেল হওয়া একটি ট্রাককে টানা ৩ কিলোমিটার উল্টোদিকে চালালেন ট্রাক চালক। সেই ভিডিয়ো এবং ওই ট্রাকচালকের উপস্থিত বুদ্ধি নেটদুনিয়ায় প্রশংসা পেয়েছে। নেটাগরিকরা জানিয়েছেন, রাস্তার অন্য গাড়ি এবং পথচারীদের বাঁচাতে ওই চালক যা করেছেন, তা সত্যিই তারিফ করার মতো। তা না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সিলোড রোডে। ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রায় ৩ কিলোমিটার উল্টোমুখে চলার পর একটি খামারে ঢুকে পড়ে থেমেছে ট্রাকটি। তার আগে অসমান রাস্তায় গাড়িটির গতি মন্থর হয়ে আসে।
ট্রাকটির পিছনে চলার ওই ভিডিয়ো ইউটিউবে শেয়ার করা হয়েছে বহুবার। ছোটগাড়ির মতো বড় ট্রাকে গিয়ার বদলানোর আধুনিক ব্যবস্থা থাকে না। তাই ভারি গাড়িটিকে টানা ৩ কিলোমিটার উল্টোমুখে চালানোয় ট্রাক চালকের বেশ কৃতিত্ব রয়েছে বলেই মনে করেছেন নেটাগরিকরা। সে কথা ওই ভিডিয়োর কমেন্ট বক্সে জানিয়েওছেন তাঁরা। ভিডিয়োটি ইতিমধ্যেই ১৭ লক্ষ বার ইউটিউবে দেখা হয়েছে।