ট্রাকের মধ্যে মিলল চালকের মৃতদেহ। পুলিশ জানিয়েছে, তাঁর নাম শাহজামাল হক। বাড়ি বরপেটায়। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁকে খুন করা হয়েছে।
পুলিশ জানায়, ওই ট্রাকটি লবণ নিয়ে গুয়াহাটি থেকে আইজল যাচ্ছিল। শিলচর থানার রানিঘাট সেতুর কাছে অনেক ক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। উঁকি মেরে তাঁরে দেখেন, ভেতরে পড়ে রয়েছে চালকের মৃতদেহ। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। অন্য চালকরা তাঁকে শনাক্ত করেন। গাড়ির মালিক রাজু গুপ্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর পাঠানো হয়েছে শাহজামালের বাড়িতেও। তাঁরা আজ রাতে শিলচর এসে পৌঁছনোর কথা। মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্তের পর আগামী কাল নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে। গাড়িতে তাঁর মোবাইল ফোন বা ড্রাইভিং লাইসেন্স মেলেনি। খালাসিকেও খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিক পর্যায়ে সহকারীকেই সন্দেহ করা হচ্ছিল। পরে গাড়ির মালিক জানান, গত কাল একাই রওনা হয়েছিলেন শাহজামাল। খালাসি ছুটিতে রয়েছে। তবে গাড়ি বা পণ্যসামগ্রী না নেওয়ায় পুলিশের অনুমান, সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিতেই খুন করা হয়েছে চালককে। পুলিশের দাবি, দ্রুত খুনিকে শনাক্ত করে ধরা হবে।