রবিবার সকালে পুনের নারহের কাছে পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে এই দুর্ঘটনা হয়েছে। ছবি: সংগৃহীত।
ট্রাক এবং বাসের ধাক্কা। মারা গেলেন চার জন। আহত অন্তত ২২। রবিবার সকালে পুনের নারহের কাছে পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে এই দুর্ঘটনা হয়েছে।
দুর্ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ পুনের নারহের কাছে পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে বেসরকারি বাসের ধাক্কা লাগে। তার জেরে মৃত চার। আহত ২২ জন।’’ আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
গত ১৫ এপ্রিল মহারাষ্ট্রের রায়গড়ের খোপোলিতে ভয়াবহ এক দুর্ঘটনা হয়। সেখানে খাঁড়িতে পড়ে গিয়েছিল বাস। ঘটনায় মারা গিয়েছিলেন ১২ জন। আহত ২৫ জন। রায়গড় পুলিশের তরফে জানানো হয়েছে, বাসে ছিলেন ৪০ থেকে ৪৫ জন। ক্রেন দিয়ে বাসটিকে তুলে যাত্রীদের উদ্ধার করা হয়। গোরেগাঁও থেকে বেসরকারি বাসটি পুণে গিয়েছিল। বাসে ছিলেন একটি সংগঠনের কয়েক জন সদস্য। বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা পুণে গিয়েছিলেন। ফেরার সময় এই দুর্ঘটনা।