ফাইল চিত্র।
ভুয়ো সংঘর্ষ কি না তা নিয়ে বিতর্ক চলছিলই। অন্তর্তদন্তের পর ভারতীয় সেনার তরফে শুক্রবার জানানো হল, জম্মু-কাশ্মীরের শোপিয়ানের সংঘর্ষে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট (আফস্পা) লঙ্ঘন করেছেন জওয়ানরা।
সেনা সূত্রে জানানো হয়েছে, তদন্তে প্রাথমিক ভাবে কিছু প্রমাণ মিলেছে যেখানে দেখা গিয়েছে আফস্পা-র লঙ্ঘন হয়েছে। শৃঙ্খলাভঙ্গের জন্য অভিযুক্ত জওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সেনা। সেনা সূত্রে আরও জানানো হয়েছে, নিহতদের ডিএনএ রিপোর্ট এখনও হাতে আসেনি। তা ছাড়া তাঁদের সঙ্গে কোনও জঙ্গি যোগ ছিল কি না তা খতিয়ে দেখছে জম্মু-কাশ্মীর পুলিশ।
গত ১৮ জুলাই অপারেশন আমশিপোরা-য় জঙ্গি সন্দেহে সেনার গুলিতে নিহত হন রাজৌরির বাসিন্দা ইমতিয়াজ আহমেদ, আবরার আহমেদ এবং মহম্মদ ইবরার। সোশ্যাল মিডিয়ায় ওই তিন জনের ছবি ছড়িয়ে পড়তেই তাঁদের পরিবারের লোকেরা ওই যুবকদের শনাক্ত করেন। তাঁদের দাবি ছিল, কাজের খোঁজে শোপিয়ানে গিয়েছিলেন ওই তিন যুবক। ১৭ জুলাই থেকে তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। পর দিন সেনার গুলিতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ শুরু হয়। ভুয়ো সংঘর্ষে ওই যুবকদের মারা হয়েছে বলে দাবি ওঠে। তাঁদের সঙ্গে যে কোনও জঙ্গিযোগ নেই পাশাপাশি সেই দাবিও তোলেন পরিবারের লোকেরা।
আরও পড়ুন: মন্ত্রী-সাংসদদের বেতন-অনুদানে কোপ, বিল পাশ সংসদে
ভুয়ো সংঘর্ষ নিয়ে যখন বিতর্কের পারদ চড়তে শুরু করেছিল, সে দিনের ঘটনার অন্তর্তদন্তের সিদ্ধান্ত নেয় সেনা। এক সেনা মুখপাত্র জানান, অপারেশন আমশিপোরা-র অন্তর্গত শোপিয়ানের সংঘর্ষের তদন্তের নির্দেশ দেয় সেনা। সেই তদন্তেই জওয়ানদের আফস্পা লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থার নির্দেশ দিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি।