রিয়াং নেতাদের দিকে আঙুল রাজ্য প্রশাসনের

আজ সকালে কাঞ্চনপুরে বৈঠক করেন ত্রিপুরার স্বরাষ্ট্রসচিব কুমার অলোক। তিনি শরণার্থী নেতাদের সঙ্গে কথাবার্তা বলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০১:০৬
Share:

ছবি: এএফপি।

ত্রিপুরার রিয়াং শরণার্থী শিবিরে অনাহার মৃত্যুর দাবি আজ ফের খারিজ করল রাজ্য প্রশাসন।

Advertisement

গত রাতেই কাঞ্চনপুরের এসডিএম নাইসিং পাড়ার শিবিরটিতে যান। তাঁর সঙ্গে ছিল চিকিৎসকদের একটি দল। পরিস্থিতি খতিয়ে দেখে এসডিএম অবেদানন্দ বৈদ্য জানান, অসুস্থতাই মৃত্যুর কারণ। এর সঙ্গে অনাহারের কোনও সম্পর্কই নেই।

এ দিকে আজ সকালে কাঞ্চনপুরে বৈঠক করেন ত্রিপুরার স্বরাষ্ট্রসচিব কুমার অলোক। তিনি শরণার্থী নেতাদের সঙ্গে কথাবার্তা বলেন। তাঁর বক্তব্য, ওই নেতাদের সম্মতিক্রমেই পুনর্বাসন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এখন নতুন করে কোনও দাবি করলে তা মানা সম্ভব নয়। তিনি জানান, রেশন বন্ধের কারণে অতিরিক্ত ২৫ হাজার টাকা করে পরিবারগুলিকে দেওয়া হবে। কিন্তু মিজোরামে ফিরে গেলেই তা পাওয়া যাবে।

Advertisement

আরও পড়ুন: বরাবর বিতর্কের কেন্দ্রে আনিসুর, বারবার গেছেন জেলেও

আজ তিনি প্রকাশ্যে অভিযোগ করেন, শরণার্থী নেতাদের সন্তানরা বিভিন্ন নামীদামি স্কুলে পড়াশোনা করছে। নেতারা বিলাসবহুল আরামের জীপনযাপন করছেন। আর সাধারণ শরণার্থীদের বিভিন্ন অজুহাতে চিরন্তন সমস্যার মধ্যে ফেলে রাখতে চাইছে। বৈঠকে ঠিক হয়েছে আগামী

কাল মধ্য রাত থেকে কাঞ্চনপুর মহকুমার অবরোধ স্থল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা বলবৎ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement